ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের ১ নম্বরে জায়গা নিল #MainBhiChowkidar
Last Updated:
আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷
#নয়াদিল্লি: সরাসরি ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আসরে নেমেই ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগানে প্রায় ঝড় তুলে দিলেন তিনি ৷
আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷ সঙ্গে লিখেছেন, ‘‘আপনাদের চৌকিদার দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে এবং দেশের সেবা করছে ৷ কিন্তু আমি একা নই ৷ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, নোংরার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, তাঁরা প্রত্যেকেই চৌকিদার ৷ তাঁরা সকলেই চৌকিদার, যাঁরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন ৷ আজ প্রত্যেক ভারতবাসী বলছেন, #MainBhiChowkidar ৷’’
advertisement
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone. Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar. Everyone working hard for the progress of India is a Chowkidar. Today, every Indian is saying-#MainBhiChowkidar — Narendra Modi (@narendramodi) March 16, 2019
advertisement
advertisement
এখন ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের মধ্যে এক নম্বরে ট্রেন্ড করছে এই #MainBhiChowkidar ৷ যে কোনও সাধারণ মানুষও এই প্রচারের সঙ্গে যুক্ত হতে পারবেন ৷ #MainBhiChowkidar ট্যুইট করলে আপনার কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি কনভার্শেসন কার্ড আসবে ৷
২০১৪ সালের নির্বাচনের আগে মণিশঙ্কর আইয়ারের ‘চায়েওয়ালা’ মন্তব্যকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ এবার রাহুল গান্ধির ‘চৌকিদার চোর হ্যায়’ তুলে নিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী ভিডিওটি পোস্ট করার মাত্র ২ ঘন্টার মধ্যে ৩৩ হাজার লাইকস ও ১১ হাজার রিট্যুইট হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2019 2:21 PM IST