গড়চিরৌলিতে মাওবাদী হামলায় নিহত ১৬, ফাঁদ পেতেই হামলা মাওবাদীদের?

Last Updated:

৪০ জন মাওবাদী নেতা-কর্মীকে খুনের বদলায় নেওয়ার হুমকি দিয়েছিলেন সিপিআই ( মাওবাদী) দের নতুন সাধারণ সম্পাদক বাসবরাজু। এতবড় মাওবাদী হামলা রুখতে কী কোনও উদ্যোগই ছিল না?

#গড়চিরৌলি: লোকসভা ভোটের মধ্যেই নিজেদের শক্তি জানান দিল মাওবাদীরা। ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল মাওবাদী দমনে প্রশিক্ষিত সি-৬০ কম্যান্ডোদের গাড়ি। চালক ছাড়াও নিহত ১৫ জওয়ান। মহারাষ্ট্র দিবস ছাড়াও এদিন ছিল মাওবাদীদের ডাকা শহীদ দিবসের শেষদিন। নাম্বালা কেশব রাজ ওরফে বাসবরাজু সংগঠনের শীর্ষপদে আসার পর প্রথমবার এতবড় হামলা চালাল মাওবাদীরা।
মহারাষ্ট্র দিবসের দিনেই এযাবৎকালের অন্যতম ভয়াবহ মাওবাদী হামলা। বদলার হুমকি ছিল। মাওবাদী হামলার সতর্কতাও ছিল। তবু একই দিনে দুটি মাওবাদী হামলার সাক্ষী থাকল দেশ। দুটি হামলাই হল মাওবাদীদের শক্ত ঘাঁটি গড়চিরৌলিতে।
গড়চিরৌলির কুরখেদা থেকে ৬ কিলোমিটার দূরে আইইডি বিস্ফোরণ। নিরাপত্তাবাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা। বিস্ফোরণে উড়ে যায় সি-কম্যান্ডোদের গাড়ি। নিহত হন ১৫ জওয়ান সহ ১৬ জন। আইইডি হামলার পর নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জানা গিয়েছে, ৬০ কেজির বেশি বিস্ফোরণ ব্যবহার হয়৷ দুটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ পেট্রোলিং গাড়িতে ২৫ জন জওয়ান ছিলেন ৷
advertisement
advertisement
Gadchiroli: Charred vehicles which were allegedly torched by Maoists, at Kukheda town in Gadchiroli district in Maharashtra, Wednesday, May 1, 2019. (PTI Photo) Gadchiroli: Charred vehicles which were allegedly torched by Maoists, at Kukheda town in Gadchiroli district in Maharashtra, Wednesday, May 1, 2019. (PTI Photo)
advertisement
এদিন ভোররাতে গড়চিরৌলির নকোদায় হানা দেয় ৫০ জনেরও বেশি মাওবাদী। দেড় ঘণ্টা ধরে রীতিমতো তাণ্ডব চালায় তাঁরা। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এই খবর পেয়েই সেক্টর ক্যাম্প থেকে রওনা হয় সি-৬০ কম্যান্ডোদের ইউনিট।
৪০ জন মাওবাদী নেতা-কর্মীকে খুনের বদলায় নেওয়ার হুমকি দিয়েছিলেন সিপিআই ( মাওবাদী) দের নতুন সাধারণ সম্পাদক বাসবরাজু। গত ২০ এপ্রিল বদলার কথা জানিয়ে বিবৃতি দেন গড়রৌলিতে মাওবাদীদের ইউনিট কম্যান্ডার। ২৫ তারিখ থেকে সপ্তাহভর শহীদ সপ্তাহ পালনেরও ডাক দেয় তাঁরা। তারপরেও এতবড় মাওবাদী হামলা রুখতে কী কোনও উদ্যোগই ছিল না?
advertisement
মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন চলার মধ্যেই মাওবাদী হামলা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। ১৫ জন জওয়ান সহ ১৬ জনের মৃত্যুতে শোক জানিয়ে মহারাষ্ট্র দিবসের সব অনুষ্ঠান বাতিল করে দেবেন্দ্র ফড়নবীশ প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গড়চিরৌলিতে মাওবাদী হামলায় নিহত ১৬, ফাঁদ পেতেই হামলা মাওবাদীদের?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement