COVID19| এই প্রথম বস্তিতে করোনা ঠেকাতে হাইড্রক্সিক্লোরোকুইন দিতে পারে এই রাজ্য
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এই প্রথম ভারতের কোনও রাজ্য করোনা ঠেকাতে আগে থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিতে শুরু করতে চলেছে৷ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে সবাইকে এই ওধুষ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার৷
#মুম্বই: ভারতের করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে যা পরিস্থিতি, তাতে আশঙ্কা করা হচ্ছে, খুব শীঘ্রই নিউ ইয়র্কের মতো মৃত্যু মিছিল দেখতে হতে পারে মুম্বই শহরে ৷ সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই মুম্বইয়ে বস্তিতে অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন বিলি করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার৷
এই প্রথম ভারতের কোনও রাজ্য করোনা ঠেকাতে আগে থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিতে শুরু করতে চলেছে৷ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে সবাইকে এই ওধুষ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার৷ ধারাভিতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস৷ ঘিঞ্জি বস্তিতে ইতিমধ্যেই ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ৷ ধারাভির মতো বস্তিতে করোনা ছড়িয়ে পড়লে মারাত্মক বিপদ৷ তাই সংক্রমণ ঠেকাতে মরিয়া রাজ্য সরকার হাইড্রক্সিক্লোরোকুইনকেই ব্যবহার করতে চাইছে৷
advertisement
#Mumbai 4 new COVID19 positive cases and 1 death reported in Dharavi today. Till now, the total number of positive cases in Dharavi is 47, 5 deaths#Maharashtra pic.twitter.com/3g9tvHL4sO
— ANI (@ANI) April 13, 2020
advertisement
চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকাতে আপাতত ব্যবহার করা হচ্ছে হাইড্রক্সিক্লোলোকুইন৷ ধারাভিতে সংক্রমণ রুখতেও সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার চিন্তা ভাবনা চালাচ্ছে সরকার৷ মহারাষ্ট্র সরকারের এক আধিকারিকের কথায়, আমরা সবাইকে ঢালাও দেব না৷ রিস্ক ক্যাটেগরিতে ভাগ করে ওষুধটি দেওয়া হবে৷ আপাতত কত জনকে কতটা পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যায়, তা খতিয়ে দেখছে সরকার৷
advertisement
মহারাষ্ট্রের মহামারি নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার চিকিত্সক সুভাষ সলুঙ্খের কথায়, 'এই স্তরে হাইড্রক্সিক্লোরোকুইনের কিছু সুবিধা পাওয়া গিয়েছে৷ তবে ওষুধটি দেওয়ার আগে হার্ট ও রেডিনার উপর কোনও রকম চাপ পড়ছে কি না, সেটা খতিয়ে দেখা হবে৷'
প্রস্তাবটি আইসিএমআর ও কেন্দ্রীয় সরকারকে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ সূত্রের খবর, ধারাভি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেই এই ওষুধ দেওয়ার পরিকল্পনা চলছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2020 11:40 AM IST