COVID19| এই প্রথম বস্তিতে করোনা ঠেকাতে হাইড্রক্সিক্লোরোকুইন দিতে পারে এই রাজ্য

Last Updated:

এই প্রথম ভারতের কোনও রাজ্য করোনা ঠেকাতে আগে থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিতে শুরু করতে চলেছে৷ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে সবাইকে এই ওধুষ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার৷

#মুম্বই: ভারতের করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে যা পরিস্থিতি, তাতে আশঙ্কা করা হচ্ছে, খুব শীঘ্রই নিউ ইয়র্কের মতো মৃত্যু মিছিল দেখতে হতে পারে মুম্বই শহরে ৷ সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই মুম্বইয়ে বস্তিতে অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন বিলি করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার৷
এই প্রথম ভারতের কোনও রাজ্য করোনা ঠেকাতে আগে থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিতে শুরু করতে চলেছে৷ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে সবাইকে এই ওধুষ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার৷ ধারাভিতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস৷ ঘিঞ্জি বস্তিতে ইতিমধ্যেই ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ৷ ধারাভির মতো বস্তিতে করোনা ছড়িয়ে পড়লে মারাত্মক বিপদ৷ তাই সংক্রমণ ঠেকাতে মরিয়া রাজ্য সরকার হাইড্রক্সিক্লোরোকুইনকেই ব্যবহার করতে চাইছে৷
advertisement
advertisement
চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকাতে আপাতত ব্যবহার করা হচ্ছে হাইড্রক্সিক্লোলোকুইন৷ ধারাভিতে সংক্রমণ রুখতেও সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার চিন্তা ভাবনা চালাচ্ছে সরকার৷ মহারাষ্ট্র সরকারের এক আধিকারিকের কথায়, আমরা সবাইকে ঢালাও দেব না৷ রিস্ক ক্যাটেগরিতে ভাগ করে ওষুধটি দেওয়া হবে৷ আপাতত কত জনকে কতটা পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যায়, তা খতিয়ে দেখছে সরকার৷
advertisement
মহারাষ্ট্রের মহামারি নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার চিকিত্‍সক সুভাষ সলুঙ্খের কথায়, 'এই স্তরে হাইড্রক্সিক্লোরোকুইনের কিছু সুবিধা পাওয়া গিয়েছে৷ তবে ওষুধটি দেওয়ার আগে হার্ট ও রেডিনার উপর কোনও রকম চাপ পড়ছে কি না, সেটা খতিয়ে দেখা হবে৷'
প্রস্তাবটি আইসিএমআর ও কেন্দ্রীয় সরকারকে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ সূত্রের খবর, ধারাভি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেই এই ওষুধ দেওয়ার পরিকল্পনা চলছে৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
COVID19| এই প্রথম বস্তিতে করোনা ঠেকাতে হাইড্রক্সিক্লোরোকুইন দিতে পারে এই রাজ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement