মহারাষ্ট্র: শেষমুহূর্তেও টানটান নাটক, রাজ্যপালের কাছে NCP-শিবসেনা, সমর্থনের জন্য আরও কিছু সময় চাইল কংগ্রেস
Last Updated:
#মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠনের নাটক শেষ অঙ্কে ফের সঙ্কটে ৷শেষ হয়েও শেষ হল না সরকার গড়ার দড়ি টানাটানি ৷ ১১ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেষ শিবসেনাকে দেওয়া রাজ্যপালের সময়সীমা ৷ সরকার গঠনের জন্য এনসিপি এর সঙ্গে জোট গড়ে আদিত্য ঠাকরে ও শিবসেনা বিধায়করা রাজভবনে পৌঁছনোর পরেও শেষ হল না সরকার গঠনের নাটক ৷ সময় শেষের এক মিনিট আগে কংগ্রেসের চিঠি পৌঁছলেও তাতে সমর্থনের ব্যাপারে পরিষ্কার করা হয়নি বলে খবর ৷ কংগ্রেসের বক্তব্য, এব্যাপারে সিদ্ধান্তের জন্য তারা এনসিপির সঙ্গে আরও খানিকটা আলোচনা করতে চায় ৷ উল্লেখ্য, সরকার গড়তে শিবসেনার প্রয়োজন মোট ১৪৫ জন বিধায়ক ৷সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে শিবসেনা চিঠি লিখে রাজ্যপালের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চাইল ৷
মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ এই তিনজন হাত মেলালে জোটের আসন দাঁড়াবে ১৫৪টি ৷এখন অপেক্ষা কংগ্রেসের সরকারি অনুমতি পত্রের ৷ সরকার গঠনের জন্য শিবসেনাকে আগেই সমর্থন জানিয়েছে এনসিপি ৷
রাজভবন থেকে বেরিয়ে আসার পর শিবসেনার জয়ী সাংসদ ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আদিত্য ঠাকরে জানান, ‘সরকার গঠনে আমরা ইচ্ছুক ৷ কিন্তু সরকার গড়ার জন্য আমাদের আরও সংখ্যা প্রয়োজন ৷ এর আগে সোমবার সকাল সাড়ে সাতটা অবধি সময় দিয়ে রাজ্যপাল শিবসেনাকে সরকার গড়ার জন্য আহবান জানিয়ে ছিলেন৷ সেই মতোই এনসিপি এর সঙ্গে এদিন সরকার গঠনের দাবি জানাতে এসেছিলাম ৷ ’ আদিত্যর মতে, সরকার গঠনের দাবি খারিজ হয়নি ৷৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় চাইলেও রাজ্যপাল তা দিতে নারাজ বলে দাবি আদিত্য ঠাকরের ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2019 7:46 PM IST