মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে সিলমোহর কেন্দ্রের, রাষ্ট্রপতির কাছে গেল প্রস্তাব: সূত্র

Last Updated:

সময়সীমা শেষের আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে উঠছে বিতর্ক

#মুম্বই: ২০ দিন ধরে সরকার গঠন নিয়ে টানটান নাটক চলার পর অবশেষে মহারাষ্ট্র জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন ৷ সূত্রের খবর,  মঙ্গলবার সকালে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বজায় থাকায় কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ সুপারিশ পাওয়া মাত্রই বৈঠকে বসে  ক্যাবিনেট ৷ সেই বৈঠকেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷ ২০ দিন ধরেই সরকার গঠনের শর্ত কোনও দলই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ যদিও এনসিপিকে দেওয়া সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷অন্যদিকে, রাজভবন সূত্রে দাবি করা হয়েছে রাষ্ট্রপতি শাসনের কোনও সুপারিশই পাঠানো হয়নি ৷ পক্ষপাতিত্বের অভিযোগে সুর চড়িয়ে আদালতের দ্বারস্থ শিবসেনা ৷
এনসিপির দাবি, ‘রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি’৷ তাই অব্যাহত এনসিপি-র সমর্থন জোগাড়ের তোড়জোড় ৷ সোমবার রাতে শিবসেনা সরকার গঠনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পর শরদ পাওয়ারের এনসিপিকে সরকার গঠনের আহবান জানায় রাজ্যপাল ৷ এই আহবানে সাড়া দিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা দেখানোর জন্য এনসিপির কাছে আজ রাত সাড়ে আটটা পর্যন্ত সময় আছে ৷ কিন্তু সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে পৌঁছে গেল রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ ৷ যদিও NCP সূত্রে খবর, রাজ্যপালের আহবানে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শরদ পওয়ারের ৷ বিকেল পাঁচটায় ৩ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ পওয়ারের সঙ্গে বৈঠক করতে মুম্বই আসছেন পটেল, মল্লিকার্জুন খাড়গে, বেণুগোপাল ৷
advertisement
অন্যদিকে, শিবসেনার দাবি, বিজেপির পক্ষপাতিত্ব করছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ বিজেপিকে যেখানে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা পেশের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল সেখানে সেনা পায় মাত্র ২৪ ঘণ্টা ৷ ইচ্ছাকৃতভাবে শিবসেনাকে সরকার ঘটনের সুযোগ না দিতে চাওয়ার জন্যই এমন ব্যবস্থা বলে অভিযোগ ৷
advertisement
এখন রাজ্য থেকে জাতীয় রাজনীতির নজর শরদ পাওয়ারের দিকে ৷ তবে কি কংগ্রেসের সঙ্গে মসনদে বসবে এনসিপি ৷ সেক্ষেত্রে তাদেরও দরকার আরও সমর্থন ৷ মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷সবমিলিয়ে সরকার গঠন নিয়ে টানটান নাটক চলছে মহারাষ্ট্রে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে সিলমোহর কেন্দ্রের, রাষ্ট্রপতির কাছে গেল প্রস্তাব: সূত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement