বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:
#নয়াদিল্লি: শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা বিজেপির ৷ বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রোটেম স্পিকারের অধীনে খোলা ব্যালটে করতে হবে আস্থা ভোট। একইসঙ্গে আদালতের নির্দেশ সেই ভোট প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারও করতে হবে ৷ বুধবার বিকেল ৫টার মধ্যে বিধায়কদের, শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার। বিধায়কদের শপথের পরই আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চের। এর ফলে ফড়নবীশ সরকারের কাছে সংখ্যা যোগাড়ের জন্য হাতে রইল মাত্র একটি দিন ৷
শীর্ষ আদালতের এই রায়কে কার্যত জয় হিসেবেই দেখছে বিরোধী শিবির ৷ আগামীকাল অর্থাৎ বুধবার আস্থাভোটের নির্দেশ জারি হতেই উল্লসিত শিবসেনা-এনসিপি- কংগ্রেস জোট ৷ কোর্টের এই নির্দেশে আত্মবিশ্বাসী সোনিয়া গান্ধির মন্তব্য, ‘কালকের জন্য আমরা প্রস্তুত ৷ জয় নিশ্চিত ৷’
সোমবার সন্ধেয় পাঁচ তারা হোটেলে তিন দলের ১৬২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন করে চমক দিয়েছে বিরোধীরা ৷ একসাথে ৩ দলের ১৬২ জন বিধায়ক। মহারাষ্ট্রে নতুন সরকারের ছবি। সোমবার সন্ধেয় মুম্বইয়ের পাঁচতারা হোটেলে শক্তি প্রদর্শন করল শিবসেনা-এনসিপি ও কংগ্রেস। এনসিপির ৫৪ জন বিধায়কই হাজির। অপেক্ষা এখন আস্থাভোটের।
advertisement
advertisement
মুম্বইয়ের গ্রান্ড হায়াৎ হোটেলের একসাথে হাজির করানো হল শিবসেনা, কংগ্রেস ও এনসিপির সব বিধায়ককে। সবমিলিয়ে ১৬২ জন। মহারাষ্ট্রে সরকার গড়তে প্রয়োজন ১৪৫ জনের সমর্থন। অন্যদিকে, এনসিপি নেতা অজিত পাওয়ার ৫৪ জন এনসিপি বিধায়ক ফড়নবীশ সরকারকে সমর্থন দেবে বলে জানায় ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫ জন বিধায়ক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement