Maharashtra Floor Test: আগামিকালই মহারাষ্ট্রে আস্থা ভোট, মুম্বাই ফিরছেন শিন্ডেরা! সুপ্রিম কোর্টে গেল উদ্ধব শিবির

Last Updated:

শিন্ডে শিবিরের কাছে যে সংখ্যক বিধায়ক রয়েছে, তাতে উদ্ধব ঠাকরে সরকার যে সংখ্যালঘু, তা স্পষ্ট৷

মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ রাজ্যপালের৷
মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ রাজ্যপালের৷
#মুম্বাই: আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নির্দেশ দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি৷ আগামিকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় এই আস্থা ভোট হবে বলে রাজ ভবন থেকে মহারাষ্ট্র বিধানসভার সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে৷
আস্থা ভোটের দিনক্ষণ চূড়ান্ত হতেই গুয়াহাটি থেকে মুম্বাই ফিরছেন একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা৷ এ দিন সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দেন তাঁরা৷ তবে সরাসরি নয়, আজ বিকেলে অসম থেকে প্রথমে গোয়ায় পৌঁছবেন বিদ্রোহী বিধায়করা৷ এর পর সিআরপিএফ নিরাপত্তায় আগামিকাল সকালে মুম্বাই পৌঁছবেন তাঁরা৷ উদ্দেশ্যটা স্পষ্ট, কোনওভাবেই উদ্ধব শিবির যাতে বিদ্রোহী বিধায়কদের কাছে না ঘেঁষতে পারে, তা নিশ্চিত করা৷
advertisement
advertisement
তবে মহারাষ্ট্রের রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরে শিবির৷ সুপ্রিম কোর্টে তারা আবেদন করে জানিয়েছে, বিদ্রোহী ১৬ জন বিধায়ক এখনও সদস্যপদ খারিজ নিয়ে কোনও জবাব দেননি৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশ বেআইনি বলেই দাবি উদ্ধব ঠাকরে শিবিরের৷
advertisement
সুপ্রিম কোর্টই জানিয়েছিল, আগামী ১২ জুলাইয়ের মধ্যে একনাথ শিন্ডে সহ এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে তাঁদের সদস্যপদ খারিজ নিয়ে বিধানসভার ডেপুটি স্পিকারকে জবাব দিতে হবে৷ শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, এই পরিস্থিতিতে আস্থা ভোট হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশেরই অবমাননা হবে৷
advertisement
শিন্ডে শিবিরের কাছে যে সংখ্যক বিধায়ক রয়েছে, তাতে উদ্ধব ঠাকরে সরকার যে সংখ্যালঘু, তা স্পষ্ট৷ এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে আস্থা ভোট ঠেকাতে মরিয়া উদ্ধব শিবির৷ এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে হয় কিছু সংখ্যক বিদ্রোহী বিধায়কের সমর্থন প্রয়োজন উদ্ধবের৷ কারণ ডেপুটি স্পিকার চিঠি দিলেও সুপ্রিম কোর্টের নির্দেশে ১৬ জন িবদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিেজর বিষয়টি আটকে গিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, গতকালই রাজ্যপালের সঙ্গে দেখা করে আস্থা ভোটের নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ৷ তার পরেই আস্থা ভোটের নির্দেশ দেন রাজ্যপাল৷ ফলে রাজ্যপালের ভূমিকা কতটা নিরপেক্ষ, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Floor Test: আগামিকালই মহারাষ্ট্রে আস্থা ভোট, মুম্বাই ফিরছেন শিন্ডেরা! সুপ্রিম কোর্টে গেল উদ্ধব শিবির
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement