যৌনকর্মীদের পাশে মহারাষ্ট্র সরকার ! ৫১ কোটি টাকার আর্থিক সাহায্য !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সেই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
#মুম্বই: করোনার জেরে নাজেহাল অবস্থা মানুষের। ধুঁকছে অর্থনীতি। লকডাউনে বহু মানুষের কাজ গিয়েছে। সরকার থেকে এই সময় অসহায় মানুষদের সাহায্য করা হয়েছে। চাল, ডাল, সবজি বাজার দিয়ে অনেক জায়গাতেই সাহায্য কেরা হয়েছে। কিন্তু তবুও আটকানো যায়নি এই মহামারি। তবে এই সময়টাতেও অনেক জায়গাতেই ব্রাত্য থেকেছেন যৌনকর্মীরা। এবার যৌনকর্মীদের পাশে দাঁড়াল মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী যশোমতি ঠাকুর জানিয়েছেন, এই সময়ে যৌনকর্মীদের পাশে থাকছে সরকার। তাঁর জন্য ৫১ কোটি টাকার আর্থিক সাহায্য করবেন সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাস পিছু তাঁদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। যে সমস্ত যৌনকর্মীদের বাচ্চারা স্কুলে যায় তাঁদের অতিরিক্ত আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতি মাসে পাঁচ কেজি রেশন দেওয়া হবে যৌনকর্মীদের। তিন কেজি গম, দু’ কেজি চাল। নাম নথিভুক্ত রয়েছে এমন যৌনকর্মীরা মাসে নগদ ৫০০০ টাকা করেও পাবেন। সেই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মোট ৫১ কোটি ১৮ লাখ টাকার সাহায্য করা হবে। এই তাকার অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই খবরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন যৌনকর্মীরা। যদিও এই বিষয়ে অনেক দিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। এবার তা কার্যকরী করা হল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2020 11:47 PM IST