Eknath Shinde Hospitalised: মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগেই হাসপাতালে একনাথ শিন্ডে! মহারাষ্ট্রের কুর্সিতে কে? এখনও জল্পনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Eknath Shinde Hospitalised: কে বসবেন মহারাষ্ট্রের কুর্সিতে তা-ও এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই হাসপাতালে ভর্তি করানো হল অস্থায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে।
মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণা হবে ৪ ডিসেম্বর। সেই নিয়ে তোড়জোড় চলছে গোটা মহারাষ্ট্র জুড়েই। কে বসবেন মহারাষ্ট্রের কুর্সিতে তা-ও এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই হাসপাতালে ভর্তি করানো হল অস্থায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে।
গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন একনাথ। তাঁর দেখাশোনাও করছিলেন চিকিৎসকরা। কিন্তু স্বাস্থ্যের কোনও উন্নতি না হওয়ায় মঙ্গলবার, অর্থাৎ আজ ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় একনাথ শিন্ডেকে। চিকিৎসকরা তাঁর শরীরের একাধিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, জ্বর, সর্দি এবং গলায় সংক্রমণে আক্রান্ত একনাথ।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন মহাজুটি সরকারের নতুন মুখ্যমন্ত্রী। যদিও ভোটের ফল ঘোষণার দীর্ঘ দিন হয়ে গেলেও কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন সেটা এখনও স্পষ্ট নয়।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় না-ও থাকতে পারেন। যদিও তিনি বারবার এই নিয়ে বলেছেন, যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত নেবেন মোদি। এর মধ্যেই দেশের বাড়িতে গিয়ে অসুস্থ হন একনাথ শিন্ডে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 2:29 PM IST