চাহিদা যোগাতে ভারত জুড়ে শুরু ম্যাগির উৎপাদন

Last Updated:

ডিসেম্বরের মধ্যেই পুরোদমে ম্যাগিকে বাজারে ফিরিয়ে আনার কথা ঘোষণা করল নেসলে ৷ পাঁচ মাসের নিষেধাজ্ঞা সরিয়ে চলতি মাসের ৯ তারিখ ফের বিক্রি শুরু হয় ম্যাগির ৷ কিন্তু সেসময় শুধুমাত্র হিমাচল প্রদেশের তাহলিওয়াল প্ল্যান্টেই উৎপাদন চলছিল নেসলের জনপ্রিয় ‘টু মিনিটস নুডলস’-এর ৷ সোমবার নেসলে অধিকর্তারা জানান, পুরনো চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে যোগান বাড়ানোর জন্য এদিন থেকে ভারতের পাঁচটি প্ল্যান্টে শুরু হতে চলেছে ম্যাগি উৎপাদন ৷

#নয়াদিল্লি: ডিসেম্বরের মধ্যেই পুরোদমে ম্যাগিকে বাজারে ফিরিয়ে আনার কথা ঘোষণা করল নেসলে ৷ পাঁচ মাসের নিষেধাজ্ঞা সরিয়ে চলতি মাসের ৯ তারিখ ফের বিক্রি শুরু হয় ম্যাগির ৷ কিন্তু সেসময় শুধুমাত্র হিমাচল প্রদেশের তাহলিওয়াল প্ল্যান্টেই উৎপাদন চলছিল নেসলের জনপ্রিয় ‘টু মিনিটস নুডলস’-এর ৷ সোমবার নেসলে অধিকর্তারা জানান, পুরনো চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে যোগান বাড়ানোর জন্য এদিন থেকে ভারতের পাঁচটি প্ল্যান্টে শুরু হতে চলেছে ম্যাগি উৎপাদন ৷
চলতি বছরের জুন মাসে  ম্যাগিকে অতিরিক্ত সীসা ব্যবহারের অভিযোগে ব্যান করে ফাসাই ৷ এই ব্যানের জন্য ৪৫০ কোটি টাকা ক্ষতি হয় নেসলে ইন্ডিয়ার ৷ নষ্ট করা হয় তিরিশ হাজার টন ম্যাগি ৷ এমন ক্ষতিকর খাদ্য দ্রব্যের বিজ্ঞাপন করার জন্য নোটিশ পাঠানো হয় অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা, মাধুরী দীক্ষিতের মতো বিখ্যাত তারকাদের ৷ বহু বিতর্কের পর দেশের বিভিন্ন সরকারি ল্যাবে পরীক্ষা করা হয় ম্যাগির স্যাম্পেল ৷ ল্যাবগুলির পরস্পর বিরোধী ফলাফলের পর প্রশ্ন ওঠে পরীক্ষার গুণমান নিয়ে ৷ অবশেষে কোর্টের হস্তক্ষেপে নির্দিষ্ট ল্যাবে পরীক্ষার পর গুণমানে উর্ত্তীণ হয় ম্যাগি ৷ কোর্টের রায়ে পুনরায় বিক্রি শুরু হয় জনপ্রিয় ‘টু মিনিটস নুডলস’-এর ৷
advertisement
নতুন করে আত্মপ্রকাশের প্রথম দিনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি অনলাইন শপিং সাইটে ফুরিয়ে যায় ৬০ হাজার ম্যাগির স্টক ৷ সবথেকে কম সময়ের মধ্যে  তৈরি হওয়া এই নুডলসের বিপুল চাহিদাকে মেটাতে সোমবার থেকে তাহিওয়াল ছাড়াও  হিমাচল প্রদেশের অন্য দুটি প্ল্যান্টে এবং  কর্ণাটক, পঞ্জাব, গোয়াতে শুরু হয়েছে ম্যাগির উৎপাদন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
চাহিদা যোগাতে ভারত জুড়ে শুরু ম্যাগির উৎপাদন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement