Home /News /national /

ভাঙা ওয়াশ বেসিন জুড়ে দেবে ‘ম্যাগি’, দেখুন ভাইরাল ভিডিও

ভাঙা ওয়াশ বেসিন জুড়ে দেবে ‘ম্যাগি’, দেখুন ভাইরাল ভিডিও

 • Share this:

  #নয়াদিল্লি: বাড়ির কোনও জিনিস জিনিস খারাপ হয়ে গেলে আমরা অনেকেই জোড়া-তাপ্পি দিয়ে প্রথমে সেটি কাজ চালানোর মতো অবস্থায় আনার চেষ্টা করে থাকি ৷ অনেক সময় এতে বিষয়টি বেশি বিঘড়ে যেতে পারে ৷ আবার অনেক সময় সেটি আশ্চর্যভাবে কাজেও লেগে যায় ৷ সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷

  চটজলদি কিছু খাবার হলে সবার প্রথমে মাথায় আসে ম্যাগির কথা ৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন ম্যাগি আপনার বাড়ির অন্য কাজেও লাগতে পারে ৷

  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখে প্রায় সকলেই হতবাক ৷ ভিডিওতে দেখা গিয়েছে যে বাড়ির ভেঙে যাওয়া ওয়াশবেসিন ম্যাগি দিয়ে জুড়ছেন এক ব্যক্তি ৷

  রান্না নয় কাঁচা ম্যাগি দিয়েই এই কাজ করছেন তিনি ৷ ভিডিওতে দেখা গিয়েছে ওয়াশবেসিনের সামনে অংশ ভেঙে গিয়েছে ৷ ভেঙে যাওয়া জায়গার মধ্যে ম্যাগি ভরে দিচ্ছেন ব্যক্তি ৷ এরপর তার মধ্যে ম্যাগি মশালা ও আঠা দিচ্ছেন ৷ বাইরে বেরিয়ে থাকা ম্যাগির অংশ কেটে সমান করেন ৷ এরপর তার উপর সাদা রঙ করে দিলেন ৷ কী ভাবে এই অসম্ভব সম্ভব হল দেখুন ভিডিও ৷

  First published:

  Tags: Broken Wash Basin, Maggi, Viral Video

  পরবর্তী খবর