মধ্যপ্রদেশে নেতারা আরও ধনী! ৭১% সম্পত্তি বেড়েছে বিধায়কদের
Last Updated:
৭৪ জন গতবারের বিধায়কের মধ্যে এ বছর ভোটে লড়ছেন ১৬৭ জন৷ তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ২০১৩ সালে ছিল ৫.১৫ কোটি টাকা৷ ২০১৮ সালে তা বড়ে হয়েছে ৮.৭৯ কোটি টাকা৷ অর্থাত্ গড়ে ৩.৬৪ কোটি টাকা বেড়েছে সম্পত্তি৷ শতাংশের হিসেবে যা ৭১ শতাংশ৷
#ভোপাল: মধ্যপ্রদেশে নেতাদের গত ৫ বছরে সম্পত্তির রেকর্ড বাড়বাড়ন্ত! যে সব বিধায়করা এ বার ফের ভোটে লড়ছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ গতবারের তুলনায় ৭১ শতাংশ বেড়ে গিয়েছে৷ অ্যাসোসিয়েশন ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷
মধ্যপ্রদেশ ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর যৌথ তথ্যে দেখা যাচ্ছে, ১৭৪ জন গতবারের বিধায়কের মধ্যে এ বছর ভোটে লড়ছেন ১৬৭ জন৷ তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ২০১৩ সালে ছিল ৫.১৫ কোটি টাকা৷ ২০১৮ সালে তা বড়ে হয়েছে ৮.৭৯ কোটি টাকা৷ অর্থাত্ গড়ে ৩.৬৪ কোটি টাকা বেড়েছে সম্পত্তি৷ শতাংশের হিসেবে যা ৭১ শতাংশ৷
advertisement
advertisement
কিছু বিধায়কের সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৫৯৬ শতাংশ৷ আবার কিছু বিধায়কের -৯০ শতাংশও৷ অর্থাত্ কমেছে৷ দীপক কৈলাস যোশী, হাতপিপলিয়ার বিধায়ক৷ সম্পত্তি বেড়েছে ৫৯৬ শতাংশ৷ সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়তির দিকে, -৯০ শতাংশ৷ অশোক ঈশ্বরদাস রোহানির যেমন সম্পত্তি বাড়েওনি, কমেওনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2018 12:51 PM IST