Madhya Pradesh: মধ্যপ্রদেশের ১৭টি জায়গায় মদ বিক্রি নিষিদ্ধ, তালিকায় কোন কোন শহর? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রদেশের ১৭টি শহরে মদ বিক্রি নিষিদ্ধ করল সে-রাজ্যের সরকার। মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার গোটা রাজ্যেই মদ নিষিদ্ধকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ সেই সিদ্ধান্তেরই প্রথম ধাপ।
মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের ১৭টি শহরে মদ বিক্রি নিষিদ্ধ করল সে-রাজ্যের সরকার। মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার গোটা রাজ্যেই মদ নিষিদ্ধকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ সেই সিদ্ধান্তেরই প্রথম ধাপ। মুখ্যমন্ত্রী মোহন যাদব সাংবাদিক সম্মেলনে জানান, প্রথম ধাপে একটি নগর নিগম, ৬ টি নগর পালিকা, ৬ টি নগর পরিশদ ও ৬ টি গ্রাম পঞ্চায়েতে মদ নিষিদ্ধ করা হচ্ছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ” প্রথম দফায় ১৭টি শহরে মদের দোকান বন্ধ করানো হবে। এই দোকানগুলি অন্য কোনও জায়গায় সরানোও যাবে না। দোকানগুলি পুরোপুরি বন্ধ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তালিকায় রয়েছে উজ্জয়িনী, চিত্রকূট, অমরকণ্টক, দাতিয়া, পান্না, মণ্ডলা, মুলতাই, মন্দসৌর, মৈহার, ওমকারেশ্বর, মণ্ডলেশ্বর, ওর্চা, মহেশ্বর শহর এবং ছ’টি গ্রাম পঞ্চায়েত এলাকা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ” আমরা রাজ্যের ধর্মীয় শহরগুলিতে মদ্যপান ও মাংস খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে উদ্যোগী। এই বিষয়ে খুব শীঘ্রই আনিষ্ঠানিক ঘোষণা করা হবে। এক্সাইস দফতর এই বিষয়ে ড্রাফ্ট রিপোর্ট তৈরি করছে।”
advertisement
advertisement
মধ্যপ্রদেশে বহুদিন ধরেই মদ নিষিদ্ধকরণের দাবি উঠে আসছে। এর আগে দিগ্বিজয় সিং-এর কংগ্রেস সরকারের সময়েও এই দাবি তুলেছিলেন তাঁরই দলের বিধায়ক সুভাষ যাদব। কিন্তু সেই সময় তা নিয়ে মুখ্যমন্ত্রী এবং দলীয় বিধায়কের দ্বন্দ্ব বাঁধে। উমা ভারতী মুখ্যমন্ত্রী থাকাকালীন অমরকণ্টক এবং মহেশ্বর শহরে মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ করেছিলেন। পরে শিবরাজ সিং চৌহান উজ্জয়িনী-সহ আরও কিছু শহরে ওই নিষেধাজ্ঞা জারি করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 2:47 PM IST