Marriage: সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌন সম্পর্ক স্বামীর, স্ত্রীর অভিযোগ শুনে কী বলল হাইকোর্ট?

Last Updated:

নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ভোপাল: স্বামী তাঁর সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌনাচারে বাধ্য করছে৷ এমনই অভিযোগে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা এক মহিলা৷ যদিও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আনা এই অভিযোগ নস্যাৎ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ পুলিশে দায়ের করা এফআইআর-ও খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷ ফলে এ ক্ষেত্রে স্বামী স্ত্রীর অনুমতি নিয়েছিলেন কি না, সেই বিষয়টির কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছে হাইকোর্ট৷
advertisement
advertisement
বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, স্ত্রীর বয়স যেহেতু ১৫ বছরের ঊর্ধ্বে, তাই অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে স্ত্রীর সম্মতি নিয়েছিলেন কি না, তা ধর্তব্যের মধ্যে আসবে না৷
বিচারপতি আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির সংশোধিত ৩৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও মহিলার পায়ুদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করানো ধর্ষণ হিসেবে গণ্য হলেও স্ত্রীর বয়স ১৫ বছরের ঊর্ধ্বে হলে তাঁর সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়৷ এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর সম্মতি নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কি না, সেই বিষয়টি গুরুত্ব হারায়৷ কারণ বৈবাহিক ধর্ষণ আইনি ভাবে স্বীকৃতই নয়৷
advertisement
তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, আদালতের নির্দেশে স্বামী এবং স্ত্রী আলাদা থাকার সময় যদি স্বামী স্ত্রীর সম্মতি না নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে তা ধর্ষণ হিসেবেই গণ্য করা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage: সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌন সম্পর্ক স্বামীর, স্ত্রীর অভিযোগ শুনে কী বলল হাইকোর্ট?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement