Marriage: সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌন সম্পর্ক স্বামীর, স্ত্রীর অভিযোগ শুনে কী বলল হাইকোর্ট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷
ভোপাল: স্বামী তাঁর সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌনাচারে বাধ্য করছে৷ এমনই অভিযোগে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা এক মহিলা৷ যদিও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আনা এই অভিযোগ নস্যাৎ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ পুলিশে দায়ের করা এফআইআর-ও খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷ ফলে এ ক্ষেত্রে স্বামী স্ত্রীর অনুমতি নিয়েছিলেন কি না, সেই বিষয়টির কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছে হাইকোর্ট৷
আরও পড়ুন: আজই স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়, কলকাতায় আশা আছে? জানাল হাওয়া অফিস
advertisement
advertisement
বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, স্ত্রীর বয়স যেহেতু ১৫ বছরের ঊর্ধ্বে, তাই অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে স্ত্রীর সম্মতি নিয়েছিলেন কি না, তা ধর্তব্যের মধ্যে আসবে না৷
বিচারপতি আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির সংশোধিত ৩৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও মহিলার পায়ুদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করানো ধর্ষণ হিসেবে গণ্য হলেও স্ত্রীর বয়স ১৫ বছরের ঊর্ধ্বে হলে তাঁর সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়৷ এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর সম্মতি নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কি না, সেই বিষয়টি গুরুত্ব হারায়৷ কারণ বৈবাহিক ধর্ষণ আইনি ভাবে স্বীকৃতই নয়৷
advertisement
তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, আদালতের নির্দেশে স্বামী এবং স্ত্রী আলাদা থাকার সময় যদি স্বামী স্ত্রীর সম্মতি না নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে তা ধর্ষণ হিসেবেই গণ্য করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 11:03 AM IST