Shivraj Singh Chouhan: বাবার পর মামা? উত্তরপ্রদেশের পর মধ্য়প্রদেশেও এবার বুলডোজার, আর নেপথ্য়ে কে?

Last Updated:

Shivraj Singh Chouhan: যোগীর পথেই হাঁটছেন শিবরাজ। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শুধু ধর্ষণে অভিযুক্ত নয়। অপহরণ, খুন, সংঘর্ষ সবকিছুর পিছনেই রয়েছে শিবরাজের এই বুলডোজার।

shivraj Singh Chouhan
shivraj Singh Chouhan
#ভোপাল: উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর শিরোনামে এসেছিলেন 'বুলডোজার বাবা'। ভোটের ফল বেরনোর পর এই 'বুলডোজার বাবা'-কে নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রহস্য়ের উন্মোচনও হয় খুব তাড়াতাড়ি। এই বুলডোজার ছিলেন যোগী স্বয়ং। এবার কি তারই দ্বিতীয় দফা? শিবরাজ সিং চৌহানকেই ‘বুলডোজ়ার মামা’ তকমা দিয়ে প্রচার শুরু করল বিজেপি।
সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে উত্তরপ্রদেশ নির্বাচনের সময় ‘বুলডোজ়ার’ শব্দটির ব্যবহার শুরু হয়েছিল বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাইকেলকে গুঁড়িয়ে দেওয়ার জন্য়ই শুরু হয়েছিল বুলডোজারের যাত্রা।
advertisement
যোগীর পথেই হাঁটছেন শিবরাজ। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শুধু ধর্ষণে অভিযুক্ত নয়। অপহরণ, খুন, সংঘর্ষ সবকিছুর পিছনেই রয়েছে শিবরাজের এই বুলডোজার।
advertisement
‘বুলডোজ়ার মামা’ তকমা দিয়ে ভোপালের বিভিন্ন এলাকায় পোস্টার টাঙানো শুরু হয়েছে। শিবরাজের বুলডোজার গুঁড়িয়ে দেবে অপরাধের সমস্ত চিহ্ন। মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। কড়া হাতে দমন করা হবে অপরাধীদের। শাহদোলে মঙ্গলবার সকালে ধর্ষণে অভিযুক্ত শাদাব খানের বাড়িতে বুলডোজার চালানো হয়। পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তার বাড়ি ভেঙে দেওয়া হয়।
advertisement
জাতীয় ক্রাইম রেকর্ড ব্য়ুরোর তথ্য অনুযায়ী, ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দেশে মধ্যপ্রদেশের স্থান তৃতীয়। আর এ নিয়েই এবার সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের কথায় এ সবই লোকেদেখানো বিষয়। দুই বিজেপিশাসিত রাজ্য় উত্তরপ্রদেশ ও মধ্য়প্রদেশ, যারা ধর্ষণের ঘটনায় শীর্ষে থাকে, তাদের এই ধরনের নাটক মানয় না।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Shivraj Singh Chouhan: বাবার পর মামা? উত্তরপ্রদেশের পর মধ্য়প্রদেশেও এবার বুলডোজার, আর নেপথ্য়ে কে?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement