ভেড়ার দাম উঠল ৭০ লাখ ! ক্রেতার কাছে অফার পেয়ে হতবাক মহারাষ্ট্রের বিক্রেতা

Last Updated:

শিরোনামটা ঠিকই পড়েছেন ৷ একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! না এ ভেড়া মোটেই এমনি সেমনি ভেড়া নয়, এই ভেড়া হলো ‘Madgyal ’ জাতের ৷

#মুম্বই: শিরোনামটা ঠিকই পড়েছেন ৷ একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! না এ ভেড়া মোটেই এমনি সেমনি ভেড়া নয়, এই ভেড়া হলো ‘Madgyal ’ জাতের ৷ এরা দেখতে অনেকটাই লম্বা এবং রেশমের মতো লোম বিশিষ্ট ৷ বাজারে সব সময়ই এদের দাম বেশ বড়সড় করে হাঁকা হয় ৷ তবে ৭০ লাখ টাকা কখনও ওঠে না, এরকমটিই জানা যায় !
খবর অনুযায়ী, মহারাষ্ট্রের এক ভেড়া বিক্রেতার কাছে এক ক্রেতা ভেড়া কিনতে এসে অফার দিল একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! ক্রেতার মুখে এরকম দাম শুনে তো তাজ্জব বিক্রেতা ৷
তবে ৭০ লাখেও তাঁর প্রিয় ভেড়া, যার নাম সারজা ! তাঁকে বেঁচতে চাননি বিক্রেতা বাবু মেটকারি ৷ বাবু জানিয়েছেন, তিনি ক্রেতাকে মুখের ওপর না করে এবং ভেড়ার দাম বাড়িয়ে বলেছেন দেড় কোটি টাকা ! তারপর ক্রেতা নাকি ভেড়ার কেনার আশা ছেড়ে চলে যান !
advertisement
advertisement
বাবু জানিয়েছেন, ‘আমার এই ভেড়া সারজা আমার ও আমার পরিবারের কাছে খুবই প্রিয় ৷ এ আমাদের ঘরের লক্ষ্মী বলা ভাল লাকি চার্ম ৷ একে কখনই বিক্রি করব না ৷ আমি জানি বাজারে এ জাতের ভেড়ার দাম অনেক ৷ তবুও আমি আমার ভেড়া বেঁচতে নারাজ !’
এই জাতের ভেড়া যাতে লুপ্ত না হয়ে যায়, তা নিয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার ৷ এমনকী, সাধারণ ভেড়ার সঙ্গে এই ভেড়ার যৌনসঙ্গমও করানো হচ্ছে, এই জাতকে ধরে রাখার জন্য ৷ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে সঙ্গলি জেলায় যেখানে নাকি সবচেয়ে বেশি এই জাতের ভেড়া পাওয়া যায়, সেখানে এই ভেড়ার সংখ্যা দেড় লাখ থেকেও বেশি !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভেড়ার দাম উঠল ৭০ লাখ ! ক্রেতার কাছে অফার পেয়ে হতবাক মহারাষ্ট্রের বিক্রেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement