‘মন-কি-বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী, দেখে নিন এক নজরে
Last Updated:
আজ ২৬তম মন কি বাতে স্বাভাবিক ভাবেই নোট বাতিল প্রসঙ্গ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এদিন ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
#নয়াদিল্লি: নোট বাতিলের পর রবিবার প্রথম দশবাসীর সঙ্গে ‘মন-কি বাত’-র মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ২৬তম মন কি বাতে স্বাভাবিক ভাবেই নোট বাতিল প্রসঙ্গ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এদিন ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ফের সেনার প্রশংসা দিয়ে মোদি তাঁর বক্তব্য শুরু করেন ৷ এছাড়া আর কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? দেখে নিন....
১. নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন এই সিদ্ধান্তের সমর্থনের জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ ৷ দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর দেশবাসী ৷ অসুবিধা সত্ত্বেও উদ্যোগী হয়েছেন দেশবাসী ৷ নোট বাতিল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে ৷
২. ৭০ বছরের অসুখ সারানোর চেষ্টা করছি ৷ এই সিদ্ধান্ত সাফল্য পাবে ভারত ৷ এব্যাপারে আমি আত্মবিশ্বাসী ৷ ব্যাঙ্ককর্মীরা অক্লান্তভাবে কাজ করছেন ৷
advertisement
advertisement
৩. কয়েকজনকে কিছু বলতে চাই ৷ তাঁরা কালো টাকা সাদা করতে চাইছেন ৷ এজন্য গরিবদের ব্যবহার করছেন ৷ তাঁরা শুধরোবেন কি শুধরোবেন না ৷ সেটা তাঁদের ব্যাপার ৷ গরিবদের জীবন নিয়ে খেলবেন না ৷
৪. নোটের উপর নির্ভরতা বন্ধ করতে হবে ৷ ক্যাশলেস ইকনমিতে জোর দিতে হবে ৷ এজন্য প্রযুক্তি রয়েছে ৷ দুর্নীতি রুখতে ক্যাশলেস ইকনমি গুরুত্বপূর্ণ ৷ দেশবাসীকে এব্যাপারে স্বচ্ছন্দ হতে হবে ৷ এব্যাপারে দেশবাসীদের সাহায্য করতে ৷ তরুণ প্রজন্মের কাছে আবেদন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2016 2:30 PM IST