‘মন-কি-বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী, দেখে নিন এক নজরে

Last Updated:

আজ ২৬তম মন কি বাতে স্বাভাবিক ভাবেই নোট বাতিল প্রসঙ্গ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এদিন ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর রবিবার প্রথম দশবাসীর সঙ্গে ‘মন-কি বাত’-র মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ২৬তম মন কি বাতে স্বাভাবিক ভাবেই নোট বাতিল প্রসঙ্গ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এদিন ক্যাশলেস ভারত গড়ার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ফের সেনার প্রশংসা দিয়ে মোদি তাঁর বক্তব্য শুরু করেন ৷ এছাড়া আর কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? দেখে নিন....
১. নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন এই সিদ্ধান্তের সমর্থনের জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ ৷ দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর দেশবাসী ৷ অসুবিধা সত্ত্বেও উদ্যোগী হয়েছেন দেশবাসী ৷ নোট বাতিল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে ৷
২. ৭০ বছরের অসুখ সারানোর চেষ্টা করছি ৷ এই সিদ্ধান্ত সাফল্য পাবে ভারত ৷ এব্যাপারে আমি আত্মবিশ্বাসী ৷ ব্যাঙ্ককর্মীরা অক্লান্তভাবে কাজ করছেন ৷
advertisement
advertisement
৩. কয়েকজনকে কিছু বলতে চাই ৷ তাঁরা কালো টাকা সাদা করতে চাইছেন ৷ এজন্য গরিবদের ব্যবহার করছেন ৷ তাঁরা শুধরোবেন কি শুধরোবেন না ৷ সেটা তাঁদের ব্যাপার ৷ গরিবদের জীবন নিয়ে খেলবেন না ৷
৪. নোটের উপর নির্ভরতা বন্ধ করতে হবে ৷ ক্যাশলেস ইকনমিতে জোর দিতে হবে ৷ এজন্য প্রযুক্তি রয়েছে ৷ দুর্নীতি রুখতে ক্যাশলেস ইকনমি গুরুত্বপূর্ণ ৷ দেশবাসীকে এব্যাপারে স্বচ্ছন্দ হতে হবে ৷ এব্যাপারে দেশবাসীদের সাহায্য করতে ৷ তরুণ প্রজন্মের কাছে আবেদন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘মন-কি-বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement