#মধ্য়প্রদেশ: মা দুর্গাকে জিভ কেটে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার তরসমা গ্রামের বিজাসন মায়ের মন্দিরে ৷ বিজাসন মায়ের মন্দিরে দেবীর ৯টি রূপেরই আরাধনা হয় ৷
আরও পড়ুন : মহিলাদের হাতে বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি মন্ত্রী বাবুল
থোরসা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন দেবীর আদি শক্তির ভক্ত ওই গৃহবধূ ৷ সন্ধেবেলায় পুজোর সময়েই নিজের জিভ কেটে মায়ের সামনে উৎসর্গ করেছেন ৷ জানা গেছে এই ঘটনায় কেউ উৎসাহিত করেন-নি বা ইন্ধনও দেননি ৷ পুজো চলা কালীন এমন আকস্মিক ঘটনায় উপস্থিত ভক্তরা অবাক হন ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশ-রাজস্থানে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্য়া বেড়ে ১৩৫
অবিরত রক্তক্ষরণে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে মন্দিরে উপস্থিত লোকজনেরাই আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান। খবর পাঠানো হয় তাঁর স্বামীকেও। হঠাৎ কেন তাঁর স্ত্রীর এমন পদক্ষেপ ? তা নিয়ে ধন্দে স্বামীও। হাসপাতাল সূত্রে খবর আহতের চিকিৎসা চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cut Down, Maa Durga, Madhya Pradesh, Tongue, Worshiper