আরাধ্য দেবীর সামনে নিজের জিভ কেটে পুজো দিলেন গৃহবধূ

Last Updated:

মা দুর্গাকে জিভ কেটে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার তরসমা গ্রামে, বিজাসন মায়ের মন্দিরে ৷ বিজাসন মায়ের মন্দিরে দেবীর ৯ টি রূপের আরাধনা হয় ৷

#মধ্য়প্রদেশ: মা দুর্গাকে জিভ কেটে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার তরসমা গ্রামের বিজাসন মায়ের মন্দিরে ৷ বিজাসন মায়ের মন্দিরে দেবীর ৯টি রূপেরই আরাধনা হয় ৷
থোরসা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন দেবীর আদি শক্তির ভক্ত ওই গৃহবধূ ৷ সন্ধেবেলায় পুজোর সময়েই নিজের জিভ কেটে মায়ের সামনে উৎসর্গ করেছেন ৷ জানা গেছে এই ঘটনায় কেউ উৎসাহিত করেন-নি বা ইন্ধনও দেননি ৷ পুজো চলা কালীন এমন আকস্মিক ঘটনায় উপস্থিত ভক্তরা অবাক হন ৷
advertisement
advertisement
অবিরত রক্তক্ষরণে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে মন্দিরে উপস্থিত লোকজনেরাই আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান। খবর পাঠানো হয় তাঁর স্বামীকেও। হঠাৎ কেন তাঁর স্ত্রীর এমন পদক্ষেপ ? তা নিয়ে ধন্দে স্বামীও। হাসপাতাল সূত্রে খবর আহতের চিকিৎসা চলছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আরাধ্য দেবীর সামনে নিজের জিভ কেটে পুজো দিলেন গৃহবধূ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement