Lucknow Horror: শিক্ষক শাস্তি দিয়েছিলেন, প্রতিশোধ নিতে শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়েকে থেঁতলে খুন করল দুই নাবালক ছাত্র

Last Updated:

শিক্ষক শাস্তি দিয়েছিলেন, সেই রাগে শিক্ষকের স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই নাবালক ছাত্র! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়

শিক্ষক শাস্তি দিয়েছিলেন, সেই রাগে শিক্ষকের স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই নাবালক ছাত্র
শিক্ষক শাস্তি দিয়েছিলেন, সেই রাগে শিক্ষকের স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই নাবালক ছাত্র
Uলখনউ: শিক্ষক শাস্তি দিয়েছিলেন, সেই রাগে শিক্ষকের স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই নাবালক ছাত্র! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়।
জানা যায়, মুফতি ইব্রাহিম নামে ওই শিক্ষকের বাড়ি বাগপত জেলার গাংনাউলি এলাকায়! তখন তিনি বাড়িতে ছিলেন না! সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে দুই অভিযুক্ত ছাত্র! শিক্ষকের উপর প্রতিশোধ নিতে রীতিমতো প্লভান কষে শিক্ষকের স্ত্রী ও দুই মেয়েকে থেঁতলে খুন করে। অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রকে শাস্তি দিয়েছিলেন মুফতি ইব্রাহিম নামে ওই শিক্ষক। মাঝেমধ্যেই তিনি নাকি তাদের লাঠিপেটা করতেন। ক্রমাগত রাগ জমতে থাকে দুই ছাত্রদের মধ্যে। শুরু হয় প্রতিশোধ নেওয়ার ছক আঁটা। জোগাড় হয় একটা হাতুড়ি আর ছুরি। শনিবার বিকেলে ওই শিক্ষকের ভাড়াবাড়িতে যায় দুই নাবালক। সে সময় ইব্রাহিম বাড়িতে ছিলেন না। শিক্ষকের স্ত্রী ইসরানা এবং তাঁদের দুই মেয়ে, সোফিয়া (৫) ও সুমাইয়া (২)-কে কুপিয়ে খুন করে দুই ছাত্র। ইব্রাহিমের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
শনিবার রাতেই অভিযুক্ত দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত হাতুড়ি এবং ছুরিটিও উদ্ধার করা হয়েছে। বাগপতের এক পুলিশ কর্তা জানিয়েছেন, অভিযুক্তেরা দু’জনেই নাবালক। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lucknow Horror: শিক্ষক শাস্তি দিয়েছিলেন, প্রতিশোধ নিতে শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়েকে থেঁতলে খুন করল দুই নাবালক ছাত্র
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement