LPG Cylinder Price Cut: 'প্রধানমন্ত্রী নন, উনি নির্বাচন মন্ত্রী'! ভোটের আগে গ্যাসের দাম কমানো নিয়ে তুলোধনা তৃণমূলের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
LPG Cylinder Price Cut: মোদির রান্নার গ্যাসের দাম কমানোকে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ঠিক আগে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। কটাক্ষ তৃণমূলের।
কলকাতা: ফের এক জুমলা। মোদির রান্নার গ্যাসের দাম কমানোকে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ঠিক আগে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ‘দেশের একজন প্রধানমন্ত্রী দরকার ছিল, বদলে মিলেছে একজন নির্বাচন মন্ত্রী’, কটাক্ষ তৃণমূলের। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রান্নার গ্যাস সিলিন্ডারের নামমাত্র দাম কমানোর কথা ঘোষণা করলেন। এভাবে মহিলা ভোটারদের প্রলুব্ধ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি অশুভ ফাঁদ পাতলেন অভিযোগ তুলে শুক্রবার তাঁর তীব্র সমালোচনা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
দল মহিলাবিরোধী মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছে। সকলকে মনে করিয়ে দিয়েছে, প্রত্যেক বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগেই মোদি সরকার এভাবে জ্বালানি বা গ্যাসের দাম কমায়। এটা বিজেপির জমিদারদের প্রচার কর্মসূচি ছাড়া আর কিছুই নয়, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের সাংসদরা ইতিমধ্যেই তুলে ধরেছেন, কীভাবে বিজেপির ভুল নীতি নির্ধারণের জন্য গত পাঁচবছরে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে। তাঁরা আরও ব্যাখ্যা করেছেন, কীভাবে বিজেপির নির্বাচনী পরিকল্পনার জন্য গত সাতমাস ধরে সাধারণ পরিবারগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা চেপেছে।
advertisement
আরও পড়ুন: মহাশিবরাত্রির পুজোর সময় কতক্ষণ? শাস্ত্রমত জানুন, এমন শুভদিন বার বার আসে না!
এই প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে বলেন, ‘গত বছরের রাখি বন্ধন উৎসবের দিন মোদি প্রথমে রান্নার গ্যাসের দাম খুবই সামান্য পরিমাণ কমান। আর আজ, আন্তর্জাতিক নারী দিবসের দিন, পুরো সাতমাস পর, আবার তিনি সেই একই পদক্ষেপ করলেন। মোদি সরকার যদি রান্নার গ্যাসের দাম কমাতে প্রকৃত অর্থে উদ্যোগী হত, তাহলে গত সাত মাস ধরে তারা কী করছিল?’
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও এই ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “এই সময়, বিশ্বব্যাপী দাম কম থাকা সত্ত্বেও, মহিলা গ্রাহকরা এলপিজি সিলিন্ডারের চড়া দামের বোঝার নীচে হাঁসফাঁস করছিলেন এবং মোদি সরকার দাম কমানোর প্রয়োজন মনে করেনি। দেশের একজন প্রধানমন্ত্রী দরকার, আমাদের যা আছে তা হল একজন নির্বাচন মন্ত্রী।”
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 1:21 PM IST