মধ্যবিত্তের হেঁশেলে জিএসটির কোপ, বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম
Last Updated:
জিএসটি-র প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ চাল, ডালের দাম কমলেও বাড়তে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৷
#নয়াদিল্লি: পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে জিএসটি ৷ দেশজুড়ে অভিন্ন করব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি হয় Goods and service tax ৷ আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।
৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকে লাগু হয়েছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST ৷ সাত দশকের পুরনো অর্থনীতির খোলনলচে পরিবর্তিত হয়ে তৈরি হবে নয়া অর্থনৈতিক কাঠামো ৷
কিন্তু, তার কতটা জের পড়বে হেঁশেলে? কতটা বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম? কোন কোন জিনিসের দামে হেরফের ঘটছে? এটাই এখন হয়ে উঠেছে আলোচনার মূল বিষয় ৷ জিএসটির জেরে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়তে চলেছে তা নিয়ে চলছে চুল চেঁড়া বিশ্লেষণ ৷
advertisement
advertisement
জিএসটি-র প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ চাল, ডালের দাম কমলেও বাড়তে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৷ এই মাস থেকে সিলিন্ডার পিছু ৩২ টাকা বাড়তে চলেছে ৷
এছাড়াও এবার থেকে প্রত্যেক দু’বছরে এলপিজি ব্যবহারকারীদের ইনস্টলেশন ও অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দিতে হবে চার্জ ৷ নতুন কানেকশনের এবার থেকে ডকুমেন্টশন করা হবে ৷ নির্ধারিত সিলিন্ডারের বেশি নিলে সেটিকে ১৮ শতাংশ স্ল্যাবে ধরা হবে ৷
advertisement
এলপিজিকে ৫ শতাংশ জিএসটি স্ল্যাবে রাখা হয়েছে ৷ এখন পর্যন্ত দিল্লি ও বেশ কিছু রাজ্যে গ্রিন ফুয়েল ট্যাক্স নেওয়া হত না ৷ অন্যদিকে বেশ কিছু রাজ্যে ২ থেকে ৪ শতাংশ ভ্যাট নেওয়া হত ৷ কিন্তু জিএসটি লাগু হওয়ায় প্রত্যেক রাজ্যে সিলিন্ডারের দাম ১২ থেকে ১৫ টাকা বাড়তে চলেছে ৷ অন্যদিকে ভর্তুকি কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ ফলে দুই মিলিয়ে আনুমানিক প্রতি সিলিন্ডারে ৩২ টাকা পর্যন্ত বাড়তে চলেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2017 2:11 PM IST