• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রভুভক্তি!‌ মালিকের মৃত্যুতে চারতলা থেকে ঝাঁপ দিয়ে কী কাণ্ড করল কুকুর

প্রভুভক্তি!‌ মালিকের মৃত্যুতে চারতলা থেকে ঝাঁপ দিয়ে কী কাণ্ড করল কুকুর

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পরিবারের সদস্যরা যখন মরদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, কুকুরটি চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে

 • Share this:

  #‌কানপুর:‌কথায় বলে, যদি কারওর প্রতি কৃতজ্ঞ থাকতে হয়, তাহলে একটি কুকুর যেমন প্রভুর প্রতি কৃতজ্ঞ থাকে, তেমন থাকা উচিত। সে কথাই আবার প্রমাণ হল কানপুরের এই ঘটনায়। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে অসুস্থ ছিলেন ডাঃ রাজকুমার সচানের স্ত্রী ডাঃ অনিতা রাজ। তিনি বুধবার প্রয়াত হন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দেহটি বাড়িতে আনার সময় কুকুরটি জোরে জোরে চিৎকার শুরু করে। অবস্থা দেখে ওই চিকিৎসক দম্পতির ছেলে কুকুরটিকে স্টোররুমের ভিতরে তালা দিয়ে রেখেছিলেন।

  যাই হোক, এর পর কুকুরটি কোনওভাবে বাড়ির চারতলায় পৌঁছতে সক্ষম হয় এবং খাওয়াদাওয়াও করে। পরিবারের সদস্যরা যখন মরদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, কুকুরটি চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে। কেউ কিছু বোঝার আগেই আত্মহত্যার মতো করেই মারা যায় সেই কুকুরটি। ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এলাকায়। ডাঃ রাজকুমার জানিয়েছেন, ১৩ বছর আগে তাঁর স্ত্রী কুকুরটিকে উদ্ধার করেছিলেন এবং বড় করতে শুরু করেছিলেন। তিনিই কুকুরটিকে লালন পালন করতেন এবং চিকিৎসা করতেন৷ তখন থেকেই পরিবারের একজন সদস্যের মতোই ছিল সে। তাই মালকিনের মৃত্যু সে হয়ত মেনে নিতে পারেনি।

  Published by:Uddalak Bhattacharya
  First published: