JNU কাণ্ডে ৩ পড়ুয়ার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি
Last Updated:
দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩ ছাত্রের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করল দিল্লি পুলিশ ৷ এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্ররা যাতে পালিয়ে দেশের বাইরে না যেতে পারে তার জন্য রাজধানীর বিভিন্ন চেকপোস্ট, রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরেও নজরদারি চালানো হচ্ছে ৷
#নয়াদিল্লি: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩ ছাত্রের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করল দিল্লি পুলিশ ৷ এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্ররা যাতে পালিয়ে দেশের বাইরে না যেতে পারে তার জন্য রাজধানীর বিভিন্ন চেকপোস্ট, রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরেও নজরদারি চালানো হচ্ছে ৷
ডিসিপি সাউথ নিজে জানালেন, উমর খালিদ-সহ তিন পড়ুয়ার বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷ শুধু দিল্লি নয়, দিল্লির বাইরে অন্যান্য রাজ্যেও তিনজনের ছবি ও দৈহিক বিবরণ পাঠিয়ে তাদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করা ছাড়াও তাদের আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
advertisement
এই তিন পড়ুয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে একটি সভা আয়োজন করার অভিযোগ উঠেছে ৷ সেই সভা থেকেই দেশবিরোধী স্লোগান দেওয়া হয় বলে দিল্লি পুলিশের দাবি ৷ ৯ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ তিন অভিযুক্তের ফোন ট্র্যাক করছে। তবে তিনজনের ফোন বন্ধ। এই ঘটনায় যুক্ত ১০ জন পুলিশের নজরে রয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল শহরজুড়ে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, পাতিয়ালা হাউস কোর্টে ছাত্র নেতা কানহাইয়া কুমারকে মারধরের অভিযোগ খতিয়ে দেখছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এ ঘটনা সম্পর্কে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷ নোটিশ পাঠিয়ে ২৩ ফেব্রুয়ারির মধ্যে জবাব তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2016 5:52 PM IST