#LokSabhaElections2019: চতুর্থ দফায় প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, তিরুঅনন্তপুরম কেন্দ্রের প্রার্থী শশী থারুর
Last Updated:
#নয়াদিল্লি: চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, ছত্তীসগড়, কেরল, উত্তরপ্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপের বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷
অরুণাচল প্রদেশের ২ প্রার্থী, ছত্তীসগড়ের ৫ প্রার্থী, কেরলের ১২ প্রার্থী এবং উত্তরপ্রদেশের ৭ প্রার্থী এবং আন্দামান-নিকোবর দ্বীপের ১ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস ৷ উত্তরপ্রদেশের কৈরানাতে প্রার্থী হরিন্দর মালিক, বিনজোরের প্রার্থী ইন্দিরা ভাটি এবং মিরাটের প্রার্থী ওমপ্রকাশ শর্মা, গৌতম বুদ্ধ নগরের প্রার্থী অরবিন্দ সিং চৌহান, আলিগড়ের প্রার্থী চৌধুরি ব্রিজেন্দর সিং, হামিরপুরের প্রার্থী প্রীতম লোধি এবং ঘোসির প্রার্থী বালকৃষ্ণ চৌহান ৷
advertisement
অন্যদিকে, কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রের প্রার্থী শশী থারুর, কাসারাগোড় কেন্দ্রের প্রার্থী রাজমোহন উন্নিথান, কোজিকোরের প্রার্থী এম কে রাঘবর, পালাক্কাড় কেন্দ্রের প্রার্থী ভিকে শ্রীকান্তন, এরনাকুলামের প্রার্থী হিবি ইডেন, ইডুক্কির প্রার্থী ডিন কুরিয়াকোসে এবং কান্নুর কেন্দ্রের প্রার্থী শুধাকরণ ৷
advertisement
একনজরে দেখে নিন পুরো তালিকা--->
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2019 12:04 PM IST