আজ লোকসভায় জিএসটি বিল পেশ
Last Updated:
এক দশকের প্রতীক্ষার পর রাজ্যসভায় পাশ হয়েছে ঐতিহাসিক জিএসটি বিল। রাজ্যসভার পর সোমবার লোকসভায় পেশ করা হবে জিএসটি বিল ৷
#নয়াদিল্লি: এক দশকের প্রতীক্ষার পর রাজ্যসভায় পাশ হয়েছে ঐতিহাসিক জিএসটি বিল। রাজ্যসভার পর সোমবার লোকসভায় পেশ করা হবে জিএসটি বিল ৷ এদিন সংসদে জিএসটি নিয়ে বক্তব্য রাখবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
প্রত্যাশা মতো ১২২ তম সংবিধান সংশোধন বিল পাশ হয় রাজ্যসভায়। দেশজুড়ে অভিন্ন করব্যবস্থা চালুর পথ প্রশস্ত হল এই বিল পাশের মাধ্যমে। আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর। কংগ্রেসের আপত্তি বিল পাশে সবচেয়ে বড় বাধা ছিল এনডিএ সরকারের। তাদের তিনটি দাবির দুটি মেনে নেয় কেন্দ্র। তবে বিলে করের সর্বোচ্চ হার বেধে দিতে রাজি হননি জেটলি। তামিলনাড়ু ছাড়া সব রাজনৈতিক দল জিএসটি বিলের পাশে দাঁড়ায়।
advertisement
লোকসভায় বিল পাশ হয়ে গেলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। পার্লামেন্টে পাশ হওয়ার ৩০ দিনের মধ্যে রাজ্যের মধ্যে ১৬ টির অনুমোদন দরকার ৷
advertisement
রাজ্যগুলিকে বিক্রয়কর বাবদ প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র যাতে তারা আর্থিক ক্ষতির মুখে না পড়ে। তবে বিল পাশ মানে পরের দিন থেকেই অভিন্ন করব্যবস্থা কার্যকর হবে, তা নয়। অর্থবছরের গোড়ায় চালু হতে পারে পণ্য পরিষেবা। অথবা তা কার্যকর করা যেতে পারে যে কোনও মাস থেকেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2016 11:01 AM IST
