প্রচার শেষ, এবার মিশন মহাজোট, রাহুল-মায়াবতীর সঙ্গে আলোচনায় নায়ডু

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচন ২০১৯ -এর প্রচার শেষ ৷ আর ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হতে চলেছে ভোটগ্রহণ পর্বও ৷ ২৩ মে বিশ্বের সব থেকে বড় লোকতন্ত্রের রায় বেরনোর আগেই জোটের অঙ্ক কষা শুরু ৷ প্রচার পর্ব শেষে এবার শুরু দরকষাকষি ৷ ‘মিশন মহাজোট’ নিয়ে শনিবার রাহুল গান্ধির বাসভবনে আলোচনায় বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু ৷ দেখা করবেন মায়াবতীর সঙ্গেও ৷
গতকাল সাংবাদিক সম্মেলন থেকে মোদি-শাহের আত্মবিশ্বাসী ঘোষণা, ফের ৩০০-এর বেশি আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ ৷ উল্টোদিকে, বিরোধীদের মত ২০১৯ লোকসভা নির্বাচনে কোনও পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না ৷ তাই রায় বেরনোর আগেই ঘর গুছোতে ব্যস্ত মহাজোট ৷ জোট অঙ্কে বাজিমাতের উদ্দেশে আগেভাগেই চলছে দর কষাকষি ৷ জোট নিয়ে আলোচনা করতেই এদিন দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বাসভবনে পৌঁছেছেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ৷
advertisement
রাহুল গান্ধি ছাড়াও শরদ পওয়ার, শরদ যাদব ও সিপিআই নেতা সুধাকর রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করবেন চন্দ্রবাবু নায়ডু ৷ সেখান থেকে দুপুরে লখনউ যাবেন তিনি ৷ সেখানে বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিয়ালের সঙ্গে দেখা করেন চন্দ্রবাবু নায়ডু ৷ যদিও এই সাক্ষাৎকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলেই সাংবাদিকদের সামনে বর্ণন করেছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
প্রচার শেষ, এবার মিশন মহাজোট, রাহুল-মায়াবতীর সঙ্গে আলোচনায় নায়ডু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement