• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Exit Poll Result of Lok Sabha Election 2019: সংখ্যালঘু ভোটের সিংহভাগ যাচ্ছে বিরোধীদের কাছে, হিন্দু ভোট অটুট রাখল এনডিএ

Exit Poll Result of Lok Sabha Election 2019: সংখ্যালঘু ভোটের সিংহভাগ যাচ্ছে বিরোধীদের কাছে, হিন্দু ভোট অটুট রাখল এনডিএ

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

Karnataka Lok Sabha Elections 2019 Exit Poll: এগজিট পোল রেজাল্টে ভোট শতাংশের হিসেবে, দেশে মোট হিন্দু ভোটের মধ্যে পুরুষদের ৫৫.৫ শতাংশ ভোট পাচ্ছে এনডিএ৷ হিন্দু মহিলাদের ৫৫.২ শতাংশ ভোট পাচ্ছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট৷

 • Share this:

  #নয়াদিল্লি: ভোট শতাংশের নিরিখে ধর্মের ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০১৯-এর লোকসভা ভোটে সংখ্যালঘু ভোট অনেকটাই যাচ্ছে ইউপিএ ও অন্যান্যদের দিকে৷ সংখ্যালঘু ভোটে অনেকটাই পিছিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তেমনই হিন্দু ভোটে বিরোধীদের থেকে অনেক এগিয়ে বিজেপি ও এনডিএ৷ এমনই ইঙ্গিত দিচ্ছে News18-IPSOS বুথ ফেরত সমীক্ষা৷

  এগজিট পোল রেজাল্টে ভোট শতাংশের হিসেবে, দেশে মোট হিন্দু ভোটের মধ্যে পুরুষদের ৫৫.৫ শতাংশ ভোট পাচ্ছে এনডিএ৷ হিন্দু মহিলাদের ৫৫.২ শতাংশ ভোট পাচ্ছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট৷ হিন্দু ভোটের পুরুষদের মধ্যে ইউপিএ পাচ্ছে ২১.৩ শতাংশ ভোট ও মহিলাদের ভোটের ২০.৮ শতাংশ ভোট পাচ্ছে ইউপিএ৷

  সংখ্যালঘু ভোটের পুরুষদের ১৪.৪ শতাংশ ভোট পাচ্ছে এনডিএ জোট৷ মহিলাদের মধ্যে ১৪.৮ শতাংশ পাচ্ছে এনডিএ জোট৷ সেখানে ইউপিএ পাচ্ছে সংখ্যালঘু ভোটের পুরুষদের ৩৯.৪ শতাংশ ভোট ও মহিলাদের ৩৮ শতাংশ ভোট৷ অন্যান্যরা মুসলিম পুরুষদের ৪৬.২ শতাংশ ও মহিলাদের মধ্যে ৪৭.৭ শতাংশ ভোট যাচ্ছে অন্যান্যদের ঝুলিতে৷

  অন্যান্যদের ক্ষেত্রে হিন্দু ভোটের পুরুষদের ভোট ২২.৭ শতাংশ ভোট যাচ্ছে অন্যান্যদের দিকে৷ হিন্দু ভোটের মহিলা ভোট ২২.৮ শতাংশ৷

  First published: