বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধি ? জল্পনা তুঙ্গে
Last Updated:
#লখনউ: শনিবার গভীর রাতে আরও ৯ জন কংগ্রেস প্রার্থীর নাম নতুন করে ঘোষণা করল কংগ্রেস ৷ উত্তরপ্রদেশের ৯টি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করলেও, এখনও পর্যন্ত বারাণসী লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস ৷ যার জেরে এই লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোন কংগ্রেস প্রার্থী লড়বেন ৷ সেটি এখনও পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গেল ৷
তবে, শুধু বারাণসীই নয় ৷ লখনউ লোকসভা কেন্দ্র থেকেও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস ৷ অন্যদিকে, এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন রাজনাথ সিং ৷ সূত্রের খবর, এই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়তে পারেন পুনম সিনহা ৷ যিনি প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার স্ত্রী ৷ সম্প্রতি, দলের প্রতি বিরোধী মনোভাবের জন্য দলত্যাগ করেছেন তিনি ৷
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ৭টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস ৷ এই আসনগুলিই ছেড়ে রাখা হয়েছে এসপি-বিএসপি-আরএলডি জোটের জন্য ৷ অন্যদিকে, রায়বেরিলি এবং আমেঠি ৷ এই দুই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি এই জোট ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2019 8:49 AM IST