Lok Sabha Election Result 2019 LIVE: ২৫ বছর পর বিজেপির হার, গোয়ায় পরিক্করের আসনে জয়ী কংগ্রেস

Last Updated:
#পনজি: দেশ জুড়ে গেরুয়া ঝড় কিন্তু গোয়ায় হতাশাই এল বিজেপির ঝুলিতে ৷ টানা ২৫ বছর যে আসনে ছিল শুধুই পদ্মের দখলে তা হাতিয়ে নিল হাত শিবির ৷ গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের আসনেই পরাজয় বিজেপির ৷
পরিক্করের প্রয়াণের পর পনজি বিধানসভা কেন্দ্রের আসন খালি হয়ে যাওয়ায় সেই আসনেই ছিল উপনির্বাচন ৷ প্রয়াত মুখ্যমন্ত্রীর শূন্য আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ কুঙ্কালিয়েনকর ৷ ২৫ বছর ধরে বিজেপির জিতে আসা আসনে কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসেরেটের কাছে ১৭৫৮ ভোটে হেরে গেলেন সিদ্ধার্থ ৷
‘বহুদিন ধরে উন্নয়নের থেকে বঞ্চিত পনজি ৷ এই ভোট উন্নয়নের পক্ষে, এই জয় কংগ্রেসের ৷’ গণনার ফল সামনে আসতেই প্রতিক্রিয়া জয়ী প্রার্থী আতানাসিও মনসেরেটের ৷
advertisement
advertisement
মনসেরেট পেয়েছেন মোট ৮,৭৪৮ টি ভোট, অন্যদিকে সিদ্ধার্থের ঝুলিতে ৬৯৯০ ভোট ৷ আপ প্রার্থী বাল্মিকী নায়েক এবং গোয়া সুরক্ষা মঞ্চ প্রার্থী সুভাষ ভেলিঙ্করের প্রাপ্ত ভোট যথাক্রমে ২৩৬ এবং ৫১৬টি ভোট ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election Result 2019 LIVE: ২৫ বছর পর বিজেপির হার, গোয়ায় পরিক্করের আসনে জয়ী কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement