Lok Sabha Election Result 2019 LIVE: ২৫ বছর পর বিজেপির হার, গোয়ায় পরিক্করের আসনে জয়ী কংগ্রেস
Last Updated:
#পনজি: দেশ জুড়ে গেরুয়া ঝড় কিন্তু গোয়ায় হতাশাই এল বিজেপির ঝুলিতে ৷ টানা ২৫ বছর যে আসনে ছিল শুধুই পদ্মের দখলে তা হাতিয়ে নিল হাত শিবির ৷ গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের আসনেই পরাজয় বিজেপির ৷
পরিক্করের প্রয়াণের পর পনজি বিধানসভা কেন্দ্রের আসন খালি হয়ে যাওয়ায় সেই আসনেই ছিল উপনির্বাচন ৷ প্রয়াত মুখ্যমন্ত্রীর শূন্য আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ কুঙ্কালিয়েনকর ৷ ২৫ বছর ধরে বিজেপির জিতে আসা আসনে কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসেরেটের কাছে ১৭৫৮ ভোটে হেরে গেলেন সিদ্ধার্থ ৷
‘বহুদিন ধরে উন্নয়নের থেকে বঞ্চিত পনজি ৷ এই ভোট উন্নয়নের পক্ষে, এই জয় কংগ্রেসের ৷’ গণনার ফল সামনে আসতেই প্রতিক্রিয়া জয়ী প্রার্থী আতানাসিও মনসেরেটের ৷
advertisement
advertisement
মনসেরেট পেয়েছেন মোট ৮,৭৪৮ টি ভোট, অন্যদিকে সিদ্ধার্থের ঝুলিতে ৬৯৯০ ভোট ৷ আপ প্রার্থী বাল্মিকী নায়েক এবং গোয়া সুরক্ষা মঞ্চ প্রার্থী সুভাষ ভেলিঙ্করের প্রাপ্ত ভোট যথাক্রমে ২৩৬ এবং ৫১৬টি ভোট ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 2:05 PM IST