India Lockdown| বাড়ছেই লকডাউন? 'প্রাণের চেয়ে অর্থনীতি বড় নয়,' বললেন কেসিআর
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সোমবার সন্ধ্যায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কাছে খোলাখুলি আবেদন জানান, ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়াতে৷ কারণ, দেশের অর্থনীতির চেয়েও প্রাণে বাঁচা বেশি জরুরি৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে৷ ভারতে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ১১১ ছুঁয়েছে৷ অর্থাত্ ২১ দিনের লকডাউনেও সংক্রমণ রোখা যাচ্ছে না৷ এ হেন পরিস্থিতিতে ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে কেন্দ্রের একটি সূত্র News18-কে জানিয়েছে৷
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৮১৷ মাত্র ২৪ ঘণ্টায় একলাফে ৭০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷ দেশে টেস্টের পরিমাণও বেড়েছে৷ ফলে যত টেস্ট বাড়ছে, সংখ্যাটাও বাড়ছে লাফিয়ে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫১৷ ৩১৮ জনের করোনা ভালো হয়ে গিয়েছে৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে৷
advertisement
সোমবার সন্ধে ৬টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, মাত্র ২৪ ঘণ্টাতেই ২৮ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ এর মধ্যে ২১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৷
advertisement
Telangana Chief Minister's Office now clarifies that CM K Chandrasekhar Rao suggested extension of lockdown for 2 more weeks (after April 15). He took a reference from BCG report which suggested lockdown in India will be good until June 3. No announcement of extension yet. pic.twitter.com/dxLb89RapT
— ANI (@ANI) April 6, 2020
advertisement
সোমবার সন্ধ্যায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কাছে খোলাখুলি আবেদন জানান, ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়াতে৷ কারণ, দেশের অর্থনীতির চেয়েও প্রাণে বাঁচা বেশি জরুরি৷ তাঁর কথায়, 'আমি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কোনও রকম চিন্তা না-করে লকডাউনের মেয়াদ বাড়ানো হোক৷ করোনা সংক্রমণ রুখে দেওয়ার এটাই একমাত্র পদ্ধতি৷ নইলে আমেরিকা, স্পেন বা ইতালির মতো অবস্থা হবে৷ লকডাউনের জেরে দেশের অর্থনীতি মার খাচ্ছে৷ কিন্তু কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করা যায়৷ ৬ মাস থেকে ১ বছর লাগবে৷ অর্থনীতি আমরা ফেরাতে পারব, কিন্তু মৃত্যু নয়৷ মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই৷'
advertisement
একই প্রস্তাব আসে উত্তরপ্রদেশ থেকেও৷ যোগীর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যসচিব আর কে তিওয়ারির বক্তব্য, উত্তরপ্রদেশ যতদিন না করোনা-মুক্ত হচ্ছে, ততদিন লকডাউন থাকা উচিত৷
News18-কে সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারের আরও একটি প্রস্তাব রয়েছে৷ তা হল, দেশের যে সব জায়গা বা রাজ্য করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা জায়গাগুলিতেই সম্পূর্ণ লকডাউন থাকবে৷ সে ক্ষেত্রে এরকম বেশ কয়েকটি প্রস্তাব এসেছে রাজ্যগুলি থেকে৷ তা নিয়ে আলোচনা চলছে৷
advertisement
বিশ্বের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2020 7:35 AM IST