India Lockdown| বাড়ছেই লকডাউন? 'প্রাণের চেয়ে অর্থনীতি বড় নয়,' বললেন কেসিআর

Last Updated:

সোমবার সন্ধ্যায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কাছে খোলাখুলি আবেদন জানান, ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়াতে৷ কারণ, দেশের অর্থনীতির চেয়েও প্রাণে বাঁচা বেশি জরুরি৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে৷ ভারতে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ১১১ ছুঁয়েছে৷ অর্থাত্‍ ২১ দিনের লকডাউনেও সংক্রমণ রোখা যাচ্ছে না৷ এ হেন পরিস্থিতিতে ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে কেন্দ্রের একটি সূত্র News18-কে জানিয়েছে৷
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৮১৷ মাত্র ২৪ ঘণ্টায় একলাফে ৭০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷ দেশে টেস্টের পরিমাণও বেড়েছে৷ ফলে যত টেস্ট বাড়ছে, সংখ্যাটাও বাড়ছে লাফিয়ে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫১৷ ৩১৮ জনের করোনা ভালো হয়ে গিয়েছে৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে৷
advertisement
সোমবার সন্ধে ৬টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, মাত্র ২৪ ঘণ্টাতেই ২৮ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ এর মধ্যে ২১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৷
advertisement
advertisement
সোমবার সন্ধ্যায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কাছে খোলাখুলি আবেদন জানান, ১৪ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়াতে৷ কারণ, দেশের অর্থনীতির চেয়েও প্রাণে বাঁচা বেশি জরুরি৷ তাঁর কথায়, 'আমি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কোনও রকম চিন্তা না-করে লকডাউনের মেয়াদ বাড়ানো হোক৷ করোনা সংক্রমণ রুখে দেওয়ার এটাই একমাত্র পদ্ধতি৷ নইলে আমেরিকা, স্পেন বা ইতালির মতো অবস্থা হবে৷ লকডাউনের জেরে দেশের অর্থনীতি মার খাচ্ছে৷ কিন্তু কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করা যায়৷ ৬ মাস থেকে ১ বছর লাগবে৷ অর্থনীতি আমরা ফেরাতে পারব, কিন্তু মৃত্যু নয়৷ মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই৷'
advertisement
একই প্রস্তাব আসে উত্তরপ্রদেশ থেকেও৷ যোগীর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যসচিব আর কে তিওয়ারির বক্তব্য, উত্তরপ্রদেশ যতদিন না করোনা-মুক্ত হচ্ছে, ততদিন লকডাউন থাকা উচিত৷
News18-কে সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারের আরও একটি প্রস্তাব রয়েছে৷ তা হল, দেশের যে সব জায়গা বা রাজ্য করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা জায়গাগুলিতেই সম্পূর্ণ লকডাউন থাকবে৷ সে ক্ষেত্রে এরকম বেশ কয়েকটি প্রস্তাব এসেছে রাজ্যগুলি থেকে৷ তা নিয়ে আলোচনা চলছে৷
advertisement
বিশ্বের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Lockdown| বাড়ছেই লকডাউন? 'প্রাণের চেয়ে অর্থনীতি বড় নয়,' বললেন কেসিআর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement