#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউ! আতঙ্ক ছড়াচ্ছে দেশের বিভিন্ন অংশে। ১১০ দিন পর শুক্রবার ফের প্রায় ৪০ হাজার সংক্রমনের নতুন মামলা রেকর্ড হয়েছে। সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। কোনভাবেই সেখানে করোনা সংক্রমণ ঠেকাতে পারছে না রাজ্য প্রশাসন। আর তাই এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ফের লকডাউনের ইঙ্গিত দিলেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে উদ্ভব ঠাকরের প্রশাসন। কিন্তু কোনওভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। ফলে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঠাকরে বলেছেন, লকডাউন ছাড়া আর কোনও উপায় নেই মনে হচ্ছে। তবে আমি এখনও রাজ্যবাসীর উপর বিশ্বাস রেখেছি। সবাই সরকারি নির্দেশিকা মেনে চলবেন বলেই আশা করব।কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর যে রিপোর্ট দিয়েছে তাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংকেত স্পষ্ট। গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৭২৬ সংক্রমণের নতুন কেস উঠে এসেছে। এর আগে গত বছর ২৯ নভেম্বর একদিনে ৪১ হাজার ৮১০ সংক্রমনের নতুন কেস সামনে এসেছিল। দেশে এখন করোনা সংক্রমনের মোট সংখ্যা এক কোটি ১৫ লাখ ১৪ হাজার। প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ ইতিমধ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।এদিন উদ্ভব ঠাকরে বলেছেন, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আমাদের হাতে লড়াই করার কোনো অস্ত্র ছিল না। তবে এখন অন্তত আমাদের হাতে ভ্যাকসিন রয়েছে। আর তাই এবার টীকাকরণের উপর সবথেকে বেশি জোর দেওয়া উচিত। মানুষকে এগিয়ে আসতে হবে। ভ্যাকসিন নিতে হবে। এছাড়া করোনা বিধি পালন করে চলতে হবে। উল্লেখ্য,কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ভ্যাকসিনের কম পড়েনি দেশে। বিভিন্ন দেশে পাঠিয়েও ভারতের হাতে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন ডোজ রয়েছে। এমনকী ভ্যাকসিন নেওয়ার পর কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বলেও দাবি করেছে কেন্দ্র।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।