Kidnap: অপহরণকারীর থেকে সরাতেই হাপুস কান্না এক রত্তির, বিরল ঘটনার সাক্ষী রইল সবাই! দেখুন ভিডিও
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
দুই বছরের এক শিশুকে অপহরণ করেছিলেন এক ব্যক্তি। কিন্তু, পুলিশ যখন সেই অপহরণকারীর থেকে ওই শিশুকে উদ্ধার করতে যায় কিন্তু কিছুতেই সেই ওই ব্যক্তিকে ছাড়তে চাইছিল না শিশুটি।
আলিগড়: এ যেন হিন্দি সিনেমার পুনরাবৃত্তি। এক হিন্দি সিনেমাতে অপহরণকারীর প্রেমে পড়ে যান নায়িকা। ঠিক সেই রকমই ঘটনা ঘটল আলিগড়ে। দুই বছরের এক শিশুকে অপহরণ করেছিলেন এক ব্যক্তি। কিন্তু, পুলিশ যখন সেই অপহরণকারীর থেকে ওই শিশুকে উদ্ধার করতে যায় কিন্তু কিছুতেই সেই ওই ব্যক্তিকে ছাড়তে চাইছিল না শিশুটি।
ঘটনাটি আলিগড়ের জয়পুর থানার অন্তর্গত। শিশুটি নিখোঁজ হওয়ার পর তদন্তে নেমে পুলিশ। গত ২৭শে অগাস্ট, পৃথিবী নামে ওই এক রত্তিকে তনুজ চাহারের থেকে উদ্ধার করে পুলিশ।
তনুজ শিশুটিকে পুলিশের হাতে তুলে দিলেও, শিশুটি কিছুতেই তনুজকে ছাড়তে চাইছিল না। ভিডিওতে দেখা যায় একপ্রকার জোর করেই তনুজের থেকে শিশুটিকে সরিয়ে নেন পুলিশ আধিকারিকরা। কাঁদতে কাঁদতে শিশুটি তাঁর মায়ের কোলে চলে যায়।
advertisement
advertisement
পুলিশ স্টেশনের বাইরে শিশুটির পরিবার অপেক্ষা করছিল। পুলিশ আধিকারিকরা এরপর শিশুটিকে তাঁদের হাতে তুলে দেন। ততক্ষণে অপহরণকারী ওই তনুজের চোখেও জল।
जयपुर में 14 महीने पहले अगवा हुआ बच्चा जब पुलिस को मिला तो वह किडनैपर को छोड़ने के लिए तैयार ही नहीं हुआ। वह आरोपी से लिपटकर जोर-जोर से रोने लगा। बच्चे को रोता देख किडनैपर की आंखों में भी आंसू आ गए।@INCIndia @RahulGandhi #Toney #Root #voiceofpublic #Nokia #gomblegames pic.twitter.com/nL36giStjG
— Rehan Khan (@iamrehanu) August 30, 2024
advertisement
সূত্রের খবর, ৩৩ বছর বয়সী আগ্রার বাসিন্দা তনুজ জয়পুর রিজার্ভ পুলিশ লাইনের হেড কনস্টেবল ছিলেন। পুলিশের কর্তব্য থেকে পালিয়ে যাওয়ার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। পৃথিবীকে আগে থেকেই চিনতেন তিনি। যমুনা নদীর ধারে পৃথিবীর সঙ্গেই থাকতেন তিনি। পৃথিবীকে অপহরণ করার পর থেকেই লম্বা দাড়ি রেখে বারবার নিজের বেশ বদলাতে থাকেন তিনি। পুলিশের খুঁটিনাটি জানার জন্য পালিয়ে বেড়ানো তাঁর জন্য অনেকটাই সহজ হয়।
advertisement
পৃথিবীকে অপহরণ করার আগে আশ্চর্যজনক ভাবে শিশুটির মা পুনম চৌধুরীকে শিশুটিকে নিয়ে যাওয়ার কথা জানান তিনি। যখন তাঁর মা সম্ভব নয়, এরপরেই শিশুটিকে অপহরণ করেন তনুজ।
জয়পুর পুলিশ এএসপি পুনমচাঁদ বিষ্ণোই জানান, যখন শিশুটিকে নিয়ে তনুজ পালিয়ে বেড়াচ্ছিলেন তখনও শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ ছিল তনুজের। আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়েছে তনুজকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 1:25 PM IST