লকডাউনে নেশার তাড়না! দোকান ভেঙে দেড় লক্ষ টাকার মদ লুঠ উত্তেজিত জনতার

Last Updated:

অনেক ক্ষণ ধরে দোকান বন্ধ থাকায়, সবাই দোকান ভেঙে মদ লুঠ করে নিয়েছে৷ দেড় লক্ষ টাকার মদ নিয়ে পালায়৷

#বেঙ্গালুরু: লকডাউনের জেরে মদের দোকান বন্ধ৷ আর মদ না পেয়ে যেমন দেশে আত্মহত্যা, মানসিক রোগের সমস্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মদের দোকান লুঠের ঘটনাও৷ কর্নাটকের গড়গে একটি মদের দোকানে লুঠ হয়ে গেল দেড় লক্ষ টাকার মদ৷ ঘটনার তদন্ত শুরু করেছে আফগারি দফতর ও পুলিশ৷
এফআইআর-এ ওই দোকানের মালিক জানিয়েছেন, মদের দোকান খুব কম সময়ের জন্য খুলবে৷ এটা কোনও ভাবে রটে যায়৷ সেই গুজবে মদের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে৷ অনেক ক্ষণ ধরে দোকান বন্ধ থাকায়, সবাই দোকান ভেঙে মদ লুঠ করে নিয়েছে৷ দেড় লক্ষ টাকার মদ নিয়ে পালায়৷
advertisement
advertisement
করোনা ভাইরাস একের পর এক মানুষকে মারছে গোটা বিশ্বে৷ করোনা রুখতে চলছে লকডাউন৷ কিন্তু এই লকডাউনের মধ্যেই আরও একটি আশঙ্কা ক্রমেই গ্রাস করছে দেশে৷ তা হল, মদের নেশার তাড়নায় মৃত্যু৷ ইতিমধ্যেই যা কেরলে ভয়াবহ আকার নিয়েছে৷ মদ না পেয়ে আত্মহত্যা করেছেন ৯ জন৷ বহু মানুষ অসুস্থও হয়ে পড়ছেন নেশার তাড়নায়৷
advertisement
দেশজুড়ে লকডাউনে মদ মিলছে না বহু জায়গায়৷ ফলে মদের নেশা মিটছে না অনেকের৷ মদের নেশায় বিষাক্ত স্পিরিট খেয়েও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ মদ না পেয়ে আত্মহত্যা রুখতে কেরল সরকার পারচি সিস্টেম নামে একটি সিস্টেম চালু করেছে৷ এই সিস্টেমে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে মদ কেনা যাবে৷ মদের নেশায় অবসাদ ও আত্মহত্যা রুখতে সরকারি পদক্ষেপ৷
advertisement
কেরলে লকডাউন শুরুর ১০০ ঘণ্টার মধ্যেই মদ না পেয়ে ৭ জন আত্মহত্যা করে৷ কায়ামকুলামে নৌসদ নামে এক ব্যক্তি মদ না পেয়ে শেভিং লোশন খেয়ে ফেলেছেন৷ মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর৷ রবিবার কোল্লামে এক ব্যক্তি মদের বোতল খুঁজে না পাওয়ায় হার্ট অ্যাটাক হয়েছে৷ তাঁর মুরলীধরন আচারি৷ তেলঙ্গানায় মদ না পেয়ে ১০ জন মারা গিয়েছেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনে নেশার তাড়না! দোকান ভেঙে দেড় লক্ষ টাকার মদ লুঠ উত্তেজিত জনতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement