রাতের অন্ধকারে রাস্তায় হেঁটে বেড়াল সিংহের দল !
Last Updated:
রাতের শহরের ফাঁকা রাস্তায় আরামে হেঁটে বেড়াচ্ছে একদল সিংহ ! হ্যাঁ, শুনেই হাড় হিম হচ্ছে তো ?? এই ভিডিওটা দেখলে সেটা আরও হবে ৷
#জুনাগড় : রাতের শহরের ফাঁকা রাস্তায় আরামে হেঁটে বেড়াচ্ছে একদল সিংহ ! হ্যাঁ, শুনেই হাড় হিম হচ্ছে তো ?? এই ভিডিওটা দেখলে সেটা আরও হবে ৷ গুজরাতের গির অরণ্যের সংলগ্ন অঞ্চলে এমনিতেই সিংহের উপদ্রব ৷ সেখানে মাঝেমধ্যেই সিংহ রাস্তায় এমন হেঁটে বেড়ায় যেন তারা মর্নিং ওয়াকে বেরিয়েছে ! সেই ছবি এবার ধরাও পড়ল মোবাইল ক্যামেরায় ৷ যিনি ভিডিওটা করেছেন, তাঁর বুকে যে ধক আছে, তা বলতেই হবে ৷
বুধবার তখনও ভোরের আলো ফোটেনি ৷ গুজরাতে জুনাগড়ের বাসিন্দা ম্রুনাল জোশির ঘুম ভেঙে গিয়েছিল ৷ ঘুম ভেঙে যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ ! দেখলেন সিংহ, সিংহি এবং তাদের শাবক দল রাস্তায় হেঁটে বেড়াচ্ছে অবলীলায় ৷ মোট আটটা সিংহ ছিল ওই দলে ৷
রাত আড়াইটার সময় এই কাণ্ড দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি ম্রুনাল ৷ চটপট মোবাইল ক্যামেরা বের করে নিঃশব্দেই করে ফেললেন ভিডিও শ্যুটিং ৷ একসঙ্গে এতগুলো সিংহকে রাস্তায় আগে কখনও হাঁটতে দেখেননি তিনি ৷ তাই প্রথমে প্রচণ্ড ভয় পেলেও নিজেকে দ্রুত সামলে নেন তিনি ৷ এই দৃশ্য ক্যামেরায় বন্দী করতেও ভোলেননি তিনি ৷ জুনাগড়ের যে রাস্তায় সিংহের দল বেরিয়েছিল সেখানে বাড়ি-ঘর, হাসপাতাল সবই রয়েছে ৷ তাই ভিডিও দেখার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এখন যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2016 5:12 PM IST