লস্করের মুম্বই হামলার ছকে ছিল ISI পরামর্শ : হেডলি

Last Updated:

২০০৭ সালেই নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বই হামলার পরিকল্পনা ৷ শুধু তাই নয়, হামলার প্রতিটা পদক্ষেপ নিয়ে আইএসআই আধিকারিকরদের সঙ্গে আলোচনা করেছিল লস্কর-ই-তৈবা ৷ শিকাগো থেকে মুম্বই আদালতে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন, ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির মুখে শোনা গেল এরকমই বিস্ফোরক কিছু তথ্য ৷ পাকিস্তান-আমেরিকান জঙ্গি হেডলির প্রথম দিনের সাক্ষ্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল হামলায় পাক যোগের তত্ত্ব ৷

#মুম্বই: ২০০৭ সালেই নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বই হামলার পরিকল্পনা ৷ শুধু তাই নয়, হামলার প্রতিটা পদক্ষেপ নিয়ে আইএসআই আধিকারিকরদের সঙ্গে আলোচনা করেছিল লস্কর-ই-তৈবা ৷ আমেরিকার গোপন স্থান থেকে মুম্বই আদালতে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন, ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির মুখে শোনা গেল এরকমই বিস্ফোরক কিছু তথ্য ৷ পাকিস্তান-আমেরিকান জঙ্গি হেডলির প্রথম দিনের সাক্ষ্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল হামলায় পাক যোগের তত্ত্ব ৷
‘লস্করকে আর্থিক সাহায্য করে ISI ৷’ আদালতে মঙ্গলবার হেডলির মুখে শোনাা গেল এমনই বিস্ফোরক উক্তি ৷ এরইসঙ্গে হেডলি এদিন আদালতে জানান, পাকিস্তানের মুজফ্ফরাবাদে বসে ২০০৭ সালের নভেম্বর-ডিসেম্বর মাসেই মুম্বইয়ে হামলার ছক কষা হয় ৷ সেই বৈঠকে সাজিদ, হেডলি ছাড়াও ছিল উপস্থিত ছিলেন আবু খাফা ৷ তবে হেডলিকে যে ভারতে রেইকির কাজে পাঠানো হবে তা আগেই,২০০৬ সালের একটি বৈঠকেই স্থির করা হয় ৷ দফায় দফায় মুম্বই হামলার পরিকল্পনা নিয়ে হেডলির সঙ্গে সাজিদ মির, মুজামিল,আবু খাফার বৈঠক হয় ৷ ভারত থেকে সামরিক তথ্য সংগ্রহের ভার ছিল হেডলির উপর ৷ পাকিস্তান থেকে লস্কর শীর্ষ নেতা মেজর ইকবাল হেডলিকে ভারতীয় সেনার আধিকারিকদের ISI চরবৃত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন ৷ এর সঙ্গে হেডলির প্রধান কাজ ছিল মুম্বইয়ের বিভিন্ন জায়গার ভিডিও এবং ছবি তোলা ৷ সেই কাজেই হেডলি বহুবার তাজ হোটেলে এসেছেন বলে জানান ৷ তাজ হোটেলের প্রতিটা প্রবেশপথ,আপৎকালীন রাস্তা এবং হোটেলের প্রতিটা খুঁটিনাটির ভিডিও-ছবি তিনি লস্করকে পাঠান ৷ এছাড়াও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাষ্ট্র পুলিশ হেডকোয়ার্টার, ভগত সিং মার্গ, লিওপোল্ড কাফে এবং মুম্বইয়ের বিখ্যাত আরও কিছু স্থানের বিস্তারিত ফুটেজ পাঠিয়েছিলেন হেডলি ৷ তাঁর স্বীকারোক্তি থেকেই জানা গিয়েছে, জঙ্গিদের নজর ছিল মুম্বই হেড কোয়াটার্স এবং সিদ্ধি বিনায়ক মন্দিরেও ৷ কেন নিশানায় ছিল মুম্বই? বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের এই প্রশ্নের উত্তরে হেডলি বলেন, ‘জানিনা, আমি জানতেও চাইনি ৷’ এরই সঙ্গে হেডলি আদালতে
advertisement
হেডলির মুখে এদিন দু’জন ভারতীয়র নামও শোনা গিয়েছে ৷ একজন হলেন মীরা কৃপালিনী ৷ যার বাড়িতে হেডলির পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা হয়েছিল ৷ অন্যজন হলেন বাশির শেখ, যিনি হেডলিকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলেন ৷ মুম্বই আদালতে নিজের বয়ানে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের নাম নিয়েছে ডেভিড হেডলি ৷ তিনি বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর থেকে কাজ করছে এই কাউন্সিল ৷ লস্কর, জৈশ-এ-মহম্মদ,হিজবুল মুজাহিদিন,হরকত-উল-মুজাহিদিন, এই চারটে সংগঠনই ইউনাইটেড কাউন্সিলের সদস্য ৷পাকিস্তানে থেকেই এরা ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালায় ৷’ আদালতে ছবি দেখে মেজর আবদুল রেহমান পাশা এবং লস্করের প্রধান কমান্ডার জাকিউর রেহেমান লকভিকে শনাক্ত করে হেডলি ৷ আগামীকাল ফের হেডলির শুনানির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লস্করের মুম্বই হামলার ছকে ছিল ISI পরামর্শ : হেডলি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement