• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৬০ ঘণ্টার চেষ্টায় ১০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার লেপার্ড ! দেখুন ভিডিও

৬০ ঘণ্টার চেষ্টায় ১০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার লেপার্ড ! দেখুন ভিডিও

photo source twitter

photo source twitter

উদ্ধার করার পর ১৬ ঘণ্টা ধরে চলে তার চিকিৎসা।

 • Share this:

  #কর্ণাটক: কর্ণাটকের কুয়োতে পড়ে গিয়ে আটকে গেল এক লেপার্ড। ১০০ ফুট গভীর কুয়োতে পড়ে গেল সে। যদিও কুয়োটি শুকনো ছিল। ৬০ ঘণ্টার প্রচেষ্টায় সেই লেপার্ডকে উদ্ধার করল বনকর্মীরা। তাঁদের এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছে পশুপ্রেমিরা।

  ওই লেপার্ডটি জঙ্গলের দিক থেকে হেঁটে আসতে গিয়েই এই কুয়োতে পড়ে যায়। সিসিটিভি ফুটেজে লেপার্ডটিকে পড়ে যেতে দেখে ফেলেন ফরেস্ট অফিসাররা। তারপরই শুরু হয় তাকে উদ্ধার করার চেষ্টা। ৬০ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় লেপার্ডটিকে। যদিও ততক্ষণে ভয়ে সিটিয়ে গিয়েছিল বেচারা লেপার্ডটি।

  উদ্ধার করার পর ১৬ ঘণ্টা ধরে চলে তার চিকিৎসা। ভয় কাটিয়ে, স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করলে, লেপার্ডটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আইএফএস অফিসার মহেশ কুমার ট্যুইটারে এই গোটা ঘটনার ভিডিও ও ছবি শেয়ার করেছেন। তিনি গোটা ঘটনার বর্ণনাও করেছেন।

  কিভাবে ওই লেপার্ডটিকে উদ্ধার করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়েছে ট্যুইটারে। সারা দেশের বন্যপশু প্রেমিরা বাহবা জানিয়েছেন এই ফরেস্ট অফিসারদের। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

  Published by:Piya Banerjee
  First published: