'এটা ঠিক নয়,' সোশ্যাল মিডিয়ায় বিচারকদের ব্যক্তিগত আক্রমণে উদ্বিগ্ন আইনমন্ত্রী

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় বিচারকদেরকে ব্যক্তিগত আক্রমণ করার প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বিচারকদেরকে ব্যক্তিগত আক্রমণ করার প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ একটি ইংরেজি দৈনিকে লেখা আর্টিকলে কেন্দ্রীয় আইন মন্ত্রীর বক্তব্য, স্বাধীন বিচার ব্যবস্থাকে লক্ষ্য করে নানা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বাড়ছে৷ দেশের বিচারব্যবস্থার প্রতি এই ধরনের আক্রমণ নেতিবাচক প্রবণতা৷
রবিশঙ্কর প্রসাদ লিখছেন, 'আদালতের কী ধরনের রায় হওয়া উচিত ছিল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেলাগাম ক্যাম্পেন চলছে৷ যদি চূড়ান্ত রায় কোনও নির্দিষ্ট ব্যক্তির চাহিদা মতো না হয় বা পছন্দ না হয়, বিদ্বেষমূলক ক্যাম্পেন শুরু হয়ে যাচ্ছে৷ সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বিরুদ্ধে কংগ্রেস ও তার আইনজীবীদের ইমপিচমেন্ট প্রস্তাব আনা সাম্প্রতিককালে স্বাধীন বিচারব্যবস্থার প্রতি সবচেয়ে বড় কলঙ্ক ছিল৷'
advertisement
আইনমন্ত্রীর বক্তব্য, 'এই ধরনের মনোভাব স্বাধীন বিচারব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক বিজেপি নেতা দেশে জরুরি অবস্থার সময় স্বাধীন বিচারব্যবস্থা ফেরানোর চেষ্টা করতে গিয়ে নানা ভাবে হেনস্থা ও শাস্তির কোপে পড়েছেন৷ বিচারব্যস্থাকে এই ধরনের হেনস্থা গভীর উদ্বেগের৷ যারা দেশের মানুষের রায়ে বারবার পরাজিত, তারা সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টের করিডোর থেকে অশুভ আঁতাঁত তৈরি করে রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারেন না৷ করা উচিতও নয়৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণের ১ টাকা জরিমানা হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে তাঁর ট্যুইটের জন্য তিনি শীর্ষ আদালতে ক্ষমা চাননি৷
বাংলা খবর/ খবর/দেশ/
'এটা ঠিক নয়,' সোশ্যাল মিডিয়ায় বিচারকদের ব্যক্তিগত আক্রমণে উদ্বিগ্ন আইনমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement