Laungi Bhuiyan : ৩০ বছর ধরে ৩ কিমি লম্বা খালের পর গ্রামের জলকষ্ট রোধে আবার শাবল হাতে নিয়েছেন ‘দ্বিতীয় মাউন্টেন ম্যান’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
second mountain man: মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃষ্ণা এখনও নিবারিত হয়নি লাউঙ্গি ভুইয়াঁর
গয়া : তিন দশক ধরে তিল তিল করে ৩ কিমি লম্বা সেচখাল কেটেছেন তিনি৷ যাতে খরাবিধ্বস্ত জমি সিঞ্চিত হয় জলধারায়৷ কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃষ্ণা এখনও নিবারিত হয়নি লাউঙ্গি ভুইয়াঁর (Laungi Bhuyian)৷ দশরথ মাঝির পর ‘দ্বিতীয় মাউন্টেন ম্যান’ (second mountain man) বলে পরিচিত বিহারের এই বৃদ্ধ এখন আরও একটি খাল খনন করছেন (digging a canal)৷ যাতে বিহারের গয়া জেলার পাঁচটি গ্রামে পৌঁছতে পারে বৃষ্টির জল৷ সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘‘আমি নিজে থেকেই এই খাল খনন করতে শুরু করেছিলাম৷ আমি নিশ্চিত এই পাঁচ গ্রামে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে জল৷’’
আরও পড়ুন : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক
বহু ইতিহাসের বলিরেখা বিস্তৃত মুখের পিছনে থাকা এই বৃদ্ধের বাস গয়ার লাহথুয়া জেলার কোঠিলাওয়া গ্রামে৷ তাঁর তিরিশ বছরের পরিশ্রম শেষ হয়েছে গত বছর৷ গয়া শহরের মূল কেন্দ্র থেকে ৮০ কিমি দূরে পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামে বসে বৃদ্ধ বলেছিলেন, ‘‘ আমার ৩০ বছর সময় লেগেছে ৩ কিমি লম্বা সেচখাল খনন করতে৷ এই দীর্ঘ সময় ধরে আমি গবাদি পশু নিয়ে জঙ্গলে চলে যেতাম৷ পশুগুলি বনে চরে বেড়াত৷ আমি খাল খনন করতাম৷ গ্রামের কোনও লোক আমাকে সাহায্য করেননি৷ গ্রামবাসীরা শহরে চলে যান কাজের খোঁজে৷ কিন্তু আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’’ তাঁর এই প্রচেষ্টায় পাহাড়ি ঝর্না ও নদীর জল ওই খালবাহিত হয়ে পৌঁছেছিল গ্রামের পুকুরে ৷ দূর হয়েছিল বহুদিনের জলকষ্ট৷
advertisement
আরও পড়ুন : ঘড়িতে রাত ১.১৩, বারাণসী স্টেশনে হঠাৎ হাজির নরেন্দ্র মোদি
কোঠিলাওয়া গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ ও পশুপালন৷ গ্রামের বাসিন্দারা জলকষ্টে পীড়িত ছিলেন দীর্ঘ দিন৷ লাউঙ্গির প্রচেষ্টা তাঁদের জীবনে নতুন প্রাণসঞ্চার করে কার্যত৷ এর পরও থেমে যায়নি লাউঙ্গির হাতের শাবল৷ গ্রামবাসীদের কল্যাণে তিনি ব্রতী নিরন্তর৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2021 6:04 PM IST