#নয়া দিল্লি: প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । অসুস্থতার কারণে তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়েননি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি । আজ তাঁর অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির AIIMS এ ভর্তি করা হয়েছিল তাঁকে । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করলেন লতা মঙ্গেশকর।
তিনি ট্যুইটে লিখলেন, " সুষমা স্বরাজজির আকস্মিক মৃত্যুর কথা শুনে গভীরভাবে হতবাক ও দুঃখ পেয়েছি। একজন প্রাণবন্ত ও সৎ নেতা ছিলেন তিনি। সংবেদনশীল ও নিঃস্বার্থ আত্মা, সংগীত ও কবিতার প্রতি গভীর উপলব্ধি এবং ভালবাসা ছিল তাঁর। আমাদের প্রাক্তন বিদেশমন্ত্রীকে সব সময় স্মরণ করা হবে।"
Deeply shocked and saddened to hear about Sushma Swaraj ji’s sudden demise. A graceful and honest leader, a sensitive and selfless soul, a keen understanding of music and poetry and a dear friend. Our former external minister will be remembered fondly.
— Lata Mangeshkar (@mangeshkarlata) August 6, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lata Mangeshkar, Sushma swaraj death, Sushma swaraj news