আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর শেষকৃত্যে উপস্থিত রাহুল-কেজরী-ডেরেক

Last Updated:

এক পদ এক পেনশন চালু করার দাবিতে দিল্লির যন্তরমন্তরে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার ৷

#চণ্ডীগড়: এক পদ এক পেনশন চালু করার দাবিতে দিল্লির যন্তরমন্তরে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার ৷ শেষকৃত্যের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃত প্রাক্তন সেনাকর্মীর বাড়ি হরিয়ানায় ভিওয়ানির বামলা গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই সেনাকর্মীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷
এদিন শেষকৃত্যে উপস্থিত থাকবেন কংগ্রেস সহ সভাপতি এবং দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷
বুধবার OROP ইস্যুতে সরকারি গড়িমসির প্রতিবাদ জানাতে গিয়ে আত্মঘাতী হন সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়াল ৷ গত একবছর ধরে OROP নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন রাম কিষাণ ৷ বুধবারও বাকি প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যন্তরমন্তরে ধর্ণায় সামিল হয়েছিলেন তিনি ৷ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেওয়ারও কথা ছিল তাদের ৷ কিন্তু তার আগেই বুধবার জহরভবনের পিছনের বারান্দায় বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি ৷
advertisement
advertisement
প্রাক্তন সেনাকর্তার মৃত্যু ঘিরে দিনভর উত্তাল ছিল রাজধানীর রাজনীতি ৷ আর সেই মৃত সেনার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েই দিল্লি পুলিশের হাতে দফায় দফায় আটক হলেন রাহুল গান্ধি ও অরবিন্দ কেজরিওয়াল ৷
আত্মঘাতী সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন রাহুল ৷ সেখানে তাঁকে আটক করে পুলিশ ৷ দীর্ঘক্ষণ আটকে রাখা হয় রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়াদের। মোদির চিন্তা বাড়িয়ে দীর্ঘমেয়াদি আন্দোলনে নামছে বিরোধীরা। আন্দোলনের পাশে থাকতে ডেরেক ও ব্রায়েনকে দিল্লি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
রাহুলের গ্রেফতারির খবর কানে আসতেই ট্যুইট করে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সরকারের কাজ করার পদ্ধতিতে আঙুল তোলেন মমতা ৷ তবে শুধু রাহুলের আটক নিয়ে নয় ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আটক নিয়েও ট্যুইট করেন মমতা ৷ ট্যুইট করে মমতা লেখেন, ‘এটা কী হচ্ছে ? অবিশ্বাস্য ! নিজের রাজ্যে একজন মুখ্যমন্ত্রীকে আটক ! মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে স্বাধীন নয় ! এটা সমর্থন করা যায় না !’
advertisement
সবমিলিয়ে এক পদ - এক পেনশন নিয়ে প্রবল অস্বস্তিতে মোদি সরকার ৷ আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হরিয়ানা সরকার ৷৷
বাংলা খবর/ খবর/দেশ/
আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর শেষকৃত্যে উপস্থিত রাহুল-কেজরী-ডেরেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement