পাক সেনার হাতে বন্দি ভারতীয় জওয়ান শেষ ফোনে কী বলেছিলেন ?
Last Updated:
অসাবধনাতাবশত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে প্রবেশের অপরাধে পাক সেনাবাহিনীর হাতে বন্দি ভারতীয় জওয়ান ৷
#নয়াদিল্লি: অসাবধনাতাবশত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে প্রবেশের অপরাধে পাক সেনাবাহিনীর হাতে বন্দি ভারতীয় জওয়ান ৷ সেই জওয়ানের মুক্তির জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার ৩৭ RR গ্রুপের এক সশস্ত্র জওয়ান ভুলক্রমে Loc পেরিয়ে পাকিস্তানের এলাকায় চলে যান ৷ তাকে চন্দু বাবুলাল চোহান নামের ওই জওয়ানকে গ্রেফতার করে পাক সেনা ৷
খবর জানার পর থেকেই চন্দুর পরিবারের উপরে শোকের ছায়া এসে পড়েছে ৷ নাতির বন্দি হওয়ার শোক সামলাতে না পেরে মৃত্যু হয় তাঁর ঠাকুমা লীলাদেবীর ৷
মহারাষ্ট্রের ধুলে শহরের বাসিন্দা চন্দুর ভাই গণেশ জানিয়েছেন, ‘বুধবার আমি চন্দুকে ফোন করেছিলাম ৷ কিন্তু তা খুব অল্প সময়ের জন্য ৷ আমাদের মধ্যে বেশিক্ষণ কথা হয়নি ৷ কয়েক মিনিট কথা বলে ফোন রেখে দিয়েছিলাম ৷’
advertisement
advertisement
গণেশ নিজেও ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ৷ তিনি জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় আচ্ছে দিনের কথা বলে এসেছেন ৷ আমার বিশ্বাস চন্দুকে সুস্থ ও সুরক্ষিত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সফল হবেন ৷ ওনার কাছে এটাই আমার আর্জি ৷’
শুক্রবার ভারতীয় সরকারের তরফে জানানো হয়েছে জওয়ানের মুক্তির জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে ৷ রাজনাথ সিং জানান এই বিষয়ে ইসলামাবাদের সঙ্গে কথাবার্তা চলছে ৷
advertisement
প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতীয় সেনার গ্রেফতারিতে পাকিস্তান দাবি করেছিল, অভিযানে আসা এক ভারতীয় সেনাকে তারা গ্রেফতার করেছে ৷ কিন্তু তাদের এই দাবিকে খারিজ করে ভারতীয় সেনা জানায়, গ্রেফতার হওয়া জওয়ান চোহান অপারেশনে অংশগ্রহণ করেননি ৷ তিনি ৩৭ RR গ্রুপের এক সেনা জওয়ান ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2016 12:24 PM IST