Loksabha Elections 2019: ভোটার আইডি বানানোর এটাই শেষ সুযোগ, বাড়িতে বসেই বানিয়ে ফেলুন কার্ড
Last Updated:
#নয়াদিল্লি: আনুষ্ঠানিকভাবে ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। এবার লোকসভা ভোট ৭ দফায়, রবিবার বিকেলে জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ ১১ এপ্রিল থেকে শুরু হয় নির্বাচন চলবে ২৩ মে পর্যন্ত ৷নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এবার প্রায় ১.৫ কোটি ভোটার প্রথমবার ভোট দেবে ৷ এখনও পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি ২০ মার্চ তাদের জন্য শেষ তারিখ ৷ অথার্ৎ এবারের লোকসভা নির্বাচনে ভোট দিতে চাইলে ২০ মার্চ পর্যন্ত ভোটার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে ৷
এবার থেকে বাড়িতে বসেই যে কোনও রাজ্যের ভোটার লিস্টে নিজের নাম নথিভুক্ত করা যাবে ৷ পুরনো ভোটার আই কার্ডে কোনও ভুল থাকলে সেটিও অনলাইনে বদলে ফেলতে পারবেন ৷ এর জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://www.nvsp.in/ গিয়ে নাম নথিভুক্ত বা কোনও তথ্য বদলাতে চাইলে তার আবেদন করতে হবে ৷ সাইটে নির্ধারিত ফর্ম ফিল আপ করে এই কাজ করতে পারবেন ৷
advertisement
সাধারণত প্রত্যেক নির্বাচনের আগে ভোটার লিস্ট আপডেট করা হয়ে থাকে ৷ তাই নির্বাচনের আগে ২০ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন সকলে ৷ এছাড়া ECI নতুন অ্যাপ চালু করছে ৷ নতুন রেজিষ্ট্রেশনের বিষয়ে এসএমএস-এর মাধ্যমে আধিকারিকদের জানানো হবে ৷
advertisement
এর আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে হত৷ বুথ স্থরের আধিকারিকদের সাহায্য নেওয়া হত ৷ প্রত্যেক বাড়ি গিয়ে ভোটারের নাম ও ঠিকানা যাচাই করা হত ৷ তবে অনলাইনের মাধ্যমে লিস্ট আপডেট করা আরও সহজ হয়ে গিয়েছে ৷ দেশজুড়ে প্রায় ৭৫০০ নির্বাচন আধিকারিকদের নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷
advertisement
কী কী ডকুমেন্টস লাগবে ?
পাসপোর্ট সাইজের ছবি
পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, হাই স্কুলের মার্কশিট
আপনার অনুরোধের স্থিতি অনলাইনে দেখতে পাবেন
এক মাসের মধ্যে আপনার ভোটার আই কার্ড রিলিজ করে দেওয়া হবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2019 1:05 PM IST