Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জ্বলছে উত্তর-পূর্ব, বন্ধ ইন্টারনেট

Last Updated:

Citizenship Amendment Bill: অসমের ডিব্রুগড়ে বন্‍ধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিআইএসএফ জওয়ানদের৷ তিন বিক্ষোভকারী আহত হয়েছেন৷ অয়েল ইন্ডিয়া-র কর্মীদের অফিসে ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা৷

#গুয়াহাটি/ আগরতলা/ ইটানগর: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় জ্বলছে উত্তর-পূর্ব ভারত৷ একের পর এক বন্‍ধ-এর জেরে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ ত্রিপুরা, অসম, অরুণাচলপ্রদেশ-সহ তামাম উত্তর-পূর্ব ভারতে৷ রাস্তা বন্ধ৷ বিক্ষোভকারীরা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিরোধিতা করছে৷ যার খেসারত দিতে হল ২ মাসের শিশুকে৷ ত্রিপুরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হল তার৷ কারণ, রাস্তায় তখন চলছিল অবরোধ৷ ত্রিপুরায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে৷ ১৪৪ ধারা জারি করা হয়েছে গুয়াহাটি৷ জম্মু-কাশ্মীর থেকে আধাসেনা সরিয়ে অসমে পাঠানো শুরু করল কেন্দ্র৷
advertisement
লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ রাজ্যসভায় পেশ করা হয়েছে৷ সংসদে যখন নাগরিকত্ব বিল নিয়ে বাক-বিতণ্ডা তুঙ্গে, তখন অসম প্রায় পঙ্গু হয়ে গিয়েছে৷ অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের বিক্ষোভে গোটা উপত্যকা বন্ধ৷ SFI, DYFI, AIDWA, AISF ও AISA-সহ একাধিক বাম ছাত্র সংগঠন পৃথক ভাবে বন্‍‌ধ শুরু করেছে৷ গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল৷ পোড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুল৷   অসমের ডিব্রুগড়ে বন্‍ধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিআইএসএফ জওয়ানদের৷ তিন বিক্ষোভকারী আহত হয়েছেন৷ অয়েল ইন্ডিয়া-র কর্মীদের অফিসে ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা৷ অবস্থা এতটাই শোচনীয়, সর্বানন্দ সোনওয়াল ও অন্যান্য মন্ত্রীদের কনভয়ের রুট বদল করতে হচ্ছে৷ রেল জানিয়েছে, অসমে ট্রেন পরিষেবাও ব্যাহত৷ গুয়াহাটিতে বিজেপি অফিস, দূরদর্শন, অসম গণপরিষদ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর মালিকানাধীন একটি টিভি চ্যানেলের বাইরে চলছে বিক্ষোভ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বার্তা, রাজ্যে শান্তি বজায় রাখুন৷ কোনও ভুল তথ্য ছড়াবেন না৷ ত্রিপুরাও বন্‌ধের জেরে স্তব্ধ৷ মঙ্গলবার দুপুর ২টো থেকে ইন্টারনেট বন্ধ ত্রিপুরায়৷ অরুণাচলপ্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, বাজার বন্ধ ত্রিপুরায়৷ বন্ধ স্কুলও৷ বন্‍‍‌ধ চলছে অরুণাচলের বিস্তীর্ণ অংশে৷ সরকারি অফিসগুলিতে উপস্থিতির হার প্রায় শূন্য৷ মণিপুরের অবস্থাও একই৷ মণিপুরে বন্‍ধ ডেকেছে অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন৷
advertisement
মেঘালয়ের রাজধানী শিলংয়ে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ৷ প্রচুর গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও৷
আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ বিলে সংবিধানের ষষ্ঠ তফশিল মেনে অসম, মেঘালয়, মিজোরাম ও মণিপুরের উপজাতি অধ্যুষিত এলাকাকে বিলের আওতার বাইরে রাখা হয়েছে৷
advertisement
advertisement
নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধনী বিলে বলা হয়েছে, সেই সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে, যাঁরা ধর্মীয় নিপীড়নের জেরে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ১২ মাস টানা ভারতে থাকতে হত৷ একই সঙ্গে গত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতবাস জরুরি ছিল। সংশোধনী বিলে দ্বিতীয় নিয়মে পরিবর্তন ঘটানো হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে আনা নির্দিষ্ট ৬টি ধর্মাবলম্বীদের জন্য ১১ বছর সময়কালটিকে নামিয়ে আনা হচ্ছে ৬ বছরে। বেআইনি অভিবাসীরা ভারতের নাগরিক হতে পারে না। এই আইনের আওতায়, যদি পাসপোর্ট বা ভিসা ছাড়া কেউ দেশে প্রবেশ করে থাকেন, বৈধ নথি নিয়ে প্রবেশ করার পর নির্দিষ্ট সময়কালের বেশি এ দেশে বাস করে থাকেন, তা হলে তিনি বিদেশি অবৈধ অভিবাসী বলে গণ্য হবেন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জ্বলছে উত্তর-পূর্ব, বন্ধ ইন্টারনেট
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement