নতুন ল্যাপটপ কিনতে চান? এই ৫ ব্যাপার মাথায় রাখবেন, ঠকতে হবে না তা হলে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
ল্যাপটপ কেনার আগে আমাদের অবশ্যই পাঁচটি জিনিস মনে রাখতে হবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
কলকাতা: কোন ল্যাপটপ সেরা? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর নেই। কেন না, প্রত্যেক ব্যক্তিরই আলাদা আলাদা চাহিদা থাকে এবং প্রতিটি ল্যাপটপ নির্দিষ্ট ভোক্তাদের লক্ষ্য করেই বানানো হয়। এই কারণেই একই দামে গ্রাহকরা বিভিন্ন ফিচারের ল্যাপটপ দেখতে পাবেন।
ল্যাপটপের স্পেসিফিকেশন, ফিচার, আকার, ডিজাইন এবং অবশ্যই দামের মধ্যে বিভিন্নতা থাকে। কে কোন ল্যাপটপ কিনবেন তা নির্ভর করে তাঁদের প্রয়োজনীয়তার উপর।
তবে ল্যাপটপ কেনার আগে আমাদের অবশ্যই পাঁচটি জিনিস মনে রাখতে হবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
advertisement
advertisement
বাজেট
ল্যাপটপ কেনার আগে, নির্দিষ্ট বাজেট ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে ল্যাপটপ খুঁজতে শুরু করার আগে নির্দিষ্ট দাম নির্ধারণ করা দরকার। এতে বাজেটের মধ্যে থেকেই বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তুলনা করা যায়। একাধিক ব্র্যান্ডের বিকল্প থাকায় বাজেট আমাদের পছন্দকে সীমাবদ্ধ করে না।
প্রসেসর এবং আরএএম
যে কোনও ল্যাপটপের প্রসেসরই এর ক্ষমতাকে সংজ্ঞায়িত করে এবং আরএএম মাল্টি-টাস্কিংকে নিশ্চিত করে। বেশিরভাগ ল্যাপটপে ইন্টেল বা এএমডি সিপিইউ থাকে এবং যখন ব্যক্তিগত ভাবে আমরা একটি ইন্টেল প্রসেসর চালিত একটি ল্যাপটপ কিনি, সেক্ষেত্রে আমরা ব্যবহারের সুবিধার্থে একটি এএমডি চিপ কিনে নিতে পারি। ইন্টেলের কোর i3 চিপ সাধারণত এন্ট্রি-লেভেল ল্যাপটপে পাওয়া যায়, যেখানে কোর i5 চিপ মেইনস্ট্রিম সিস্টেমে পাওয়া যায়।
advertisement
যাঁরা বেশি ল্যাপটপ ব্যবহার করেন না তাঁরা ৪/৮জিবি আরএএম সহ i3 ল্যাপটপ বা ৮জিবি আরএএম সহ একটি i5 ল্যাপটপ কিনতে পারেন। শুধুমাত্র ৮জিবি আরএএম সহ কোর i5 ল্যাপটপ প্রতিদিনের ব্যবহারের জন্য যথেষ্ট। যাঁদের হেভি কাজ করতে হয় তাঁরা কোর i7 কম্পিউটার পছন্দ করতে পারেন।
আকার
আজকাল বেশিরভাগ ল্যাপটপ ১৫.৬ ইঞ্চি স্ক্রিন সহ পাওয়া যায়। তবে এতে এমন অনেকগুলি সিস্টেম থাকে যা একটি ছোট ১৪ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। যাঁদের কাজের জন্য প্রচুর ভ্রমণ করতে হয় তাঁরা ছোট ফর্ম ফ্যাক্টর বেছে নিতে পারেন। তবে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করলে বড় স্ক্রিন বেছে নেওয়া যেতে পারে।
advertisement
স্টোরেজ
যত বেশি স্টোরেজ, তত ভাল ল্যাপটপ। ৫০০জিবি এবং ১টিবি হার্ড ডিস্ক ড্রাইভ সহ ল্যাপটপগুলি আজকাল সাধারণ দামেই উপলব্ধ। তবে ছোট লাইটওয়েট ল্যাপটপের সঙ্গে সলিড-স্টেট ড্রাইভ আরও জনপ্রিয়। সলিড-স্টেট ড্রাইভ দ্রুততার সঙ্গে কাজ করে কিন্তু প্রায়ই কম স্টোরেজ সহ উপলব্ধ এগুলিতে। তাই, ল্যাপটপ কেনার সময় প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বিবেচনা করা উচিত।
advertisement
ব্যাটারি
একটি ভাল ব্যাটারি ছাড়া, আমাদের ল্যাপটপ ডেস্কটপেরই সামিল। ল্যাপটপে অন্তত ৪-৬ ঘন্টা ব্যাটারি লাইফ থাকা উচিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 11:44 PM IST








