অসমে ভয়ঙ্কর ধস! অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির পর হঠাৎ ধসে অসমে মৃত ২০
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
স্থানীয় মানুষদের মতে দীর্ঘসময় ধরে অসমে বৃষ্টি চলার কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটেছে
#নয়াদিল্লি: অসমের একাধিক অঞ্চলে ধসের কারণে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, দক্ষিণ অসমের করিমগঞ্জ, শিলচর, হিলাকান্দিতে ধসের কারণে মৃত্যু হয়েছে ২০ জনের। যাদের মধ্যে রয়েছে ৮ শিশু।
ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফের দল। শোনা যাচ্ছে মৃতদের মধ্যে ১২ জন একই পরিবারে সদস্য।
স্থানীয় মানুষদের মতে দীর্ঘসময় ধরে অসমে বৃষ্টি চলার কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটেছে। মাটি আলাগা হয়ে যাওয়ার ফলে এই পরিস্থিতি হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসনও।
advertisement
ঘটনাস্থলে পৌঁছে এখন মৃতদেহ উদ্ধারের কাজ করছে এনডিআরএফ। মনে করা হচ্ছে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যও পরে বাড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
অসমে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। রাজ্যের প্রায় ন’টি জেলা অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। আশ্রয়হীন হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। তাছাড়া, অসমে করোনা সংক্রমণের ভয় তো রয়েছেই। তার মধ্যে এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 2:12 PM IST