অসমে ভয়ঙ্কর ধস!‌ অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির পর হঠাৎ ধসে অসমে মৃত ২০

Last Updated:

স্থানীয় মানুষদের মতে দীর্ঘসময় ধরে অসমে বৃষ্টি চলার কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটেছে

#‌নয়াদিল্লি:‌ অসমের একাধিক অঞ্চলে ধসের কারণে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, দক্ষিণ অসমের করিমগঞ্জ, শিলচর, হিলাকান্দিতে ধসের কারণে মৃত্যু হয়েছে ২০ জনের। যাদের মধ্যে রয়েছে ৮ শিশু।
ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফের দল। শোনা যাচ্ছে মৃতদের মধ্যে ১২ জন একই পরিবারে সদস্য।
স্থানীয় মানুষদের মতে দীর্ঘসময় ধরে অসমে বৃষ্টি চলার কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটেছে। মাটি আলাগা হয়ে যাওয়ার ফলে এই পরিস্থিতি হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসনও।
advertisement
ঘটনাস্থলে পৌঁছে এখন মৃতদেহ উদ্ধারের কাজ করছে এনডিআরএফ। মনে করা হচ্ছে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যও পরে বাড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
অসমে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। রাজ্যের প্রায় ন’‌টি জেলা অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। আশ্রয়হীন হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। তাছাড়া, অসমে করোনা সংক্রমণের ভয় তো রয়েছেই। তার মধ্যে এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসমে ভয়ঙ্কর ধস!‌ অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির পর হঠাৎ ধসে অসমে মৃত ২০
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement