পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদব

Last Updated:

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় অভিযুক্ত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷

#পটনা: পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় অভিযুক্ত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ বিশেষ সিবিআই আদালত লালুকে দোষী সব্যস্ত করা হয় ৷ দুমকা কোষাগার থেকে ৩.১৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ কিন্তু এই একই মামলায় রেহাই পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ৷
সূত্রের খবর, চতুর্থ মামলায় ৩১ জনকে অভিযুক্ত করা হয় ৷ এদের মধ্যে ১২ জন নির্দোষ প্রমাণিত হয়েছে ৷ আগামী ২১ থেকে ২৩ মার্চের মধ্যে অভিযুক্তদের সাজা ঘোষণা করবে সিবিআই আদালত ৷ লালু প্রসাদ ছাড়াও মনোরঞ্জন প্রসাদ, এমসি বেদী, অজিত কুমার শর্মা, নন্দ কিশোর প্রসাদসহ আরও বেশ কয়েকজনকে দোষী সব্যস্ত করেছে সিবিআই আদালত ৷
advertisement
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় শনিবার রায় বেরোনোর কথা ছিল ৷ কিন্তু শনিবার সকালে বিরসা মুন্ডা জেলে লালু প্রসাদ আচমকাই অসুস্থ বোধ করেন ৷ এরপর তাঁকে রাঁচির রিমস হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই কারণেই আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
গত ৬ জানুয়ারি পশুখাদ্য কেলেঙ্কারি দেওঘর ট্রেজারি মামলায় লালু প্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। পাশাপাশি, গত ২৪ জানুয়ারি সিবিআই আদালত চাইবাসা ট্রেজারি মামলায় লালুপ্রসাদের ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর ফের দুমকা কোষাগার থেকে ৩.১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল লালু প্রসাদের বিরুদ্ধে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement