হোম /খবর /দেশ /
মা তাঁর সঙ্গীতের প্রথম গুরু, সুরের জাদুতে মুগ্ধ করছেন শ্যামা,দেখুন Viral Video

মা তাঁর সঙ্গীতের প্রথম গুরু, একের পর এক সুরের জাদুতে মুগ্ধ করছেন শ্যামা, দেখুন ভাইরাল ভিডিও

Photo- Facebook/ Account

Photo- Facebook/ Account

বলিউডের সুপারহিট গান এই দিল হ্যায় ক্যায় মানতা নেহি গান গাইলেন সাবলীল দক্ষতায়৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কথায় বলে মা -মানুষের জীবনের প্রথম গুরু৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অসম্ভব জনপ্রিয়া শ্যামা নমঃ-র জীবনেও এর ব্যতিক্রম নয়৷ ত্রিপুরার থেকে সুরের মূর্ছনায় মাত করেছেন তিনি লক্ষ লক্ষ মানুষকে৷ এই শ্যামাকে চিনিয়েছিল নিউজ ১৮ বাংলা৷

প্রতিভা যখন আসে তখন তা ঈশ্বরের আশীর্বাদ আর অসম্ভব সাধনার বলেই আসে৷ তার কোনও দেশ -জাতি- অর্থনৈতিক ভিত্তি কিছুর ওপরেই নির্ভর করে না৷ রেডিও-টেলিভিশন-সিনেমা এই সব জগতে সুযোগ না পেয়েও শিল্পীরা অবশ্য এখন জায়গা করে নিতে পারেন৷ সৌজন্যে ভার্চুয়াল মিডিয়াম -অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মঞ্চে নিজেদের তুলে ধরেন শিল্পীরা৷ মানুষ তাদের গ্রহণ করে নিলে সেই ভিডিও হয়ে যায় ভাইরাল৷

তেমনিই শিল্পীর নাম লালন কন্যা শ্যামা নম: এই নামের প্রোফাইল থেকেই তিনি পোস্ট করেন গানের ভিডিওটি। তাঁর বাড়ি ত্রিপুরা রাজ্যের আগরতলায়। তিনি একজন  শিল্পী। ছোট থেকেই তার গানের শখ। তার মধুর সুরে মুগ্ধ নেটদুনিয়া। নিয়মিতই নিজের প্রোফাইল থেকে সুরেলা গানের ভিডিও পোস্ট করেন তরুণী৷

টিনের চালের বাড়ি, প্রোফাইলে বাবা- মায়ের সাধারণ পোশাকের ছবি থেকে আন্দাজ করে নেওয়া যায় আর্থ-সামাজিক দিক থেকে খুব একটা উঁচু সারিতে থাকা জায়গা থেকে আসেননি শিল্পী৷ কিন্তু আর্থ সামাজিক অবস্থা কি আর মানুষের শিল্প সত্ত্বাকে আটকে রাখতে পারে৷ মায়ের কাছেই লোকসঙ্গীতের শিক্ষা দিয়ে গানের পাঠ শুরু করেছিলেন শ্যামা৷

 ভার্চুয়াল মিডিয়ামে বেশ জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পী সবচেয়ে বেশি আলোচনায় আসেন  সম্প্রতি রাঘব চট্টোপাধ্যায়ের গান- ‘চাঁদ কেন আসে না আমার ঘরে ’ - গানটি গেয়ে তিনি একেবারে ভাইরাল হয়ে উঠেছেন৷

এই গানটি আরও ভাইরাল হয়ে যায় কারণ খোদ রাঘব চট্টোপাধ্যায় একে প্রশংসায় ভরিয়ে দেন৷

রাঘবের এই গান থেকে বিভিন্ন মহলে জনপ্রিয়তা পাওয়ার পরেই তিনি বিভিন্ন বিভাগের গান সোশ্যাল মিডিয়ায় উপস্থাপনা করছেন৷ তাও দারুণ জনপ্রিয় হয়ে উঠছে৷

বলিউডের সুপারহিট গান এই দিল হ্যায় ক্যায় মানতা নেহি গান গাইলেন সাবলীল দক্ষতায়৷ এই ভিডিওতে লাইকের সংখ্যা কয়েক হাজার৷ পাশাপাশি এই ভিডিও ভিউ ২০ হাজারের বেশি হয়েছে৷
Published by:Debalina Datta
First published:

Tags: Viral Video