Assam's 'Lady Singham' Cop Junmoni Rabha Dies:ষড়যন্ত্রের শিকার ‘দাবাং পুলিশ’? বহু বিতর্কের কেন্দ্রে থাকা ‘লেডি সিঙ্ঘম’ অফিসার নিহত পথ দুর্ঘটনায়

Last Updated:

Assam's 'Lady Singham' Cop Junmoni Rabha Dies : জুনমণির মৃত্যুকে দুর্ঘটনা বলতে নারাজ তাঁর পরিবার৷ তাঁদের অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে

বর্তমানে জুনমণি রাভা কর্মত ছিলেন মোরিকোলোং পুলিশ চৌকিতে
বর্তমানে জুনমণি রাভা কর্মত ছিলেন মোরিকোলোং পুলিশ চৌকিতে
নওগাঁও : অসম পুলিশের সাব ইন্সপেক্টর, বহু বিতর্কের কেন্দ্রে থাকা জুনমণি রাভা নিহত হলেন পথ দুর্ঘটনায়৷ নওগাঁও জেলায় মঙ্গলবার প্রাণ হারান ‘লেডি সিঙ্ঘম’ এবং ‘দাবাং পুলিশ’ বলে পরিচিত ৩০ বছর বয়সি এই অফিসার৷ পুলিশের তরফে জানানো হয়েছে সারুভুগিয়া গ্রামের সড়কে তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের৷ ঘটনার অভিঘাতে প্রাণ হারান জুনমণি৷ সে সময় তিনি একাই ছিলেন গাড়িতে৷ পরনে পুলিশের উর্দিও ছিল না৷ রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের টহলদারি বাহিনী৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ উত্তরপ্রদেশ থেকে আসা ওই পণ্যবাহী ট্রাকটিকে আটক করেছে পুলিশ৷ তবে দুর্ঘটনার পর তার চালক পলাতক৷
তবে জুনমণির মৃত্যুকে দুর্ঘটনা বলতে নারাজ তাঁর পরিবার৷ তাঁদের অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে৷ ঘটনার তদন্ত দাবি করেছেন তাঁরা৷ অসম পুলিশের তরফে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ প্রসঙ্গত বর্তমানে জুনমণি রাভা কর্মত ছিলেন মোরিকোলোং পুলিশ চৌকিতে৷
advertisement
লেডি সিঙ্ঘম শিরোনামে এসেছিলেন একটি টেলিফোনিক সংলাপকে কেন্দ্র করে৷ বিজেপি বিধায়ক বিহপুরিয়া অমিয়া কুমার ভুইয়াঁর সঙ্গে তাঁর টেলিফোনিক সংলাপ ছড়িয়ে পড়ে ২০২২ সালের জানুয়ারি মাসে৷ যন্ত্রচালিত নৌকায় সওয়ার কয়েক জনকে গ্রেফতার করা নিয়ে উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন দুজনে৷
advertisement
পাশাপাশি প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুর্নীতিমূলক কাজেও জড়িয়ে পড়েন জুনমণি৷ মাজুলি জেলায় তাঁর পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ চাকরি থেকে সাসপেন্ডও করা হয় তাঁকে৷ পরবর্তীতে সাসপেনশন উঠে যাওয়ার পর ফের কাজে ফিরে আসেন ‘দাবাং পুলিশ’৷ দুর্ঘটনায় মৃত্যুর আগের দিনও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছিল৷ তোলাবাজির ঘটনারও তদন্ত সিআইডি করবে বলে জানিয়েছে অসম পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assam's 'Lady Singham' Cop Junmoni Rabha Dies:ষড়যন্ত্রের শিকার ‘দাবাং পুলিশ’? বহু বিতর্কের কেন্দ্রে থাকা ‘লেডি সিঙ্ঘম’ অফিসার নিহত পথ দুর্ঘটনায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement