সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে শিলঙে কুণাল ঘোষ
Last Updated:
#শিলঙ: চিটফান্ড কান্ডে প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয় নি সিবিআই, সেই কারণে কমিশনারকে ফের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । গতকাল রাজীব কুমারের জবাবে সন্তুষ্ট হয় নি সিবিআই ফলে আজও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ।
আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কুণাল ঘোষকেও। রাজীব কুমার ও কুণাল ঘোষকে একসঙ্গে জেরা করে তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে সিবিআই তদন্তকারী দল। চিটফান্ড কান্ডে ২০১৩ সালে গ্রেফতার হন কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ ।
কুণাল ঘোষকে জেরা করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সিবিআই কারণ তারপরই ফের প্রশ্ন তৈরি করবে সিবিআই ও এই তদন্তের জন্যইআরও কয়েকজনকেও জেরা করবে সিবিআই ।
advertisement
advertisement
Meghalaya: Former Trinamool Congress (TMC) MP Kunal Ghosh outside CBI office in Shillong, says, 'I have been asked by the CBI to attend this office, so I’m here. I have cooperated with the investigating agency.' He is to be questioned by CBI today. pic.twitter.com/LmwIeyAXZo
— ANI (@ANI) February 10, 2019
advertisement
সিবিআই তদন্তে পূর্ণ সহযোগীতা করবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2019 12:44 PM IST