আজ মুখ্য়মন্ত্রী পদে কুমারস্বামীর শপথ, উপস্থিত থাকবেন সোনিয়া-মমতা সহ সমস্ত বিরোধীরা
Last Updated:
#বেঙ্গালুরু: কর্ণাটকে শপথের অপেক্ষায় জোট সরকার। আজ অর্থাত বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী । মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর। সূত্রের খবর, এদিন উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ছাড়া কোনও মন্ত্রীই শপথ নেবেন না।
কংগ্রেস নেতা বেণুগোপাল সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এদিন মন্ত্রিসভায় কংগ্রেস এবং জেডিএস মিলিয়ে ৩৪ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে ৷ যেখানে ২২ জন কংগ্রেসের এবং ১২ জন জেডিএসের বিধায়ক থাকবেন ৷ জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, কংগ্রেসের কে কে আর রমেশ কুমারই হবেন কর্ণাটকের বিধানসভার স্পিকার ৷
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের বদলে শপথ অনুষ্ঠান হবে প্যালেস গ্রাউন্ডে। শপথ অনুষ্ঠান উপলক্ষে সাজ সাজ রব কর্ণাটকে ।
advertisement
advertisement
নামেই শপথগ্রহণ অনুষ্ঠান। একমঞ্চে দেখা মিলবে মোদি বিরোধী সব দলের শীর্ষনেতৃত্ব। শপথগ্রহণের পাশাপাশি কী সম্ভাব্য ফেডেরাল ফ্রন্টের প্রস্তুতি বৈঠকও সেরে নিতে চলেছেন জোট নেতৃত্ব? শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া গান্ধি। প্রাক্তন ও বর্তমান - সবমিলিয়ে ৮ জন মুখ্যমন্ত্রীর থাকার কথা এইচডি কুমারস্বামীর শপথগ্রহণে। দেশের ১৯টি ছোটবড় রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পৌঁছেছে। সাম্প্রতিককালে এতবড় বিরোধী সমাবেশ আর দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ, মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, স্তালিন, হার্দিক প্যাটেল। শপথগ্রহণে থাকছেন সীতারাম ইয়েচুরি ও পিনারাই বিজয়নও। তালিকাটা ক্রমেই বাড়ছে।
advertisement
আরও পড়ুন
সূত্রের খবর, শপথে আসা শীর্ষনেতাদের জন্য থাকছে রাজকীয় মধ্যাহ্নভোজ। এখানেই কী তবে বিরোধী জোটের সলতে পাকানোর প্রস্তুতি? শপথের সূচিতে চোখ রাখলে তেমনটাই স্পষ্ট হবে।
লক্ষ্য লোকসভা ভোট । সূত্রের খবর, মোদি বিরোধী নেতাদের নিয়ে অগস্টে দিল্লিতে এক বৈঠকের প্রস্তুতিও চলছে। সম্ভবত এখান থেকেই স্থির হবে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলা।
Location :
First Published :
May 23, 2018 9:52 AM IST